এক্সপ্লোর
Advertisement
শোলেতে জয় কী করে মারা যায় জানেন? ঘরে টয়লেট ছিল না বলে
রাঁচি: অবিশ্বাস্য হলেও সত্যি।
আপনি হয়তো জানেন না। কিন্তু রাঁচি নগর নিগম তাদের যে স্বচ্ছ ভারতের পোস্টারে পোস্টারে গোটা শহর ভরিয়ে দিয়েছে, তাতে বড় বড় হরফে লেখা আছে এই তথ্য।
খাবি খেতে থাকা জয়কে বীরু জিজ্ঞেস করছে, কী হল জয়, তোমার এই অবস্থা হল কী করে? জয় বলছে, কী করব, ঘরে টয়লেট নেই, রাতে বেরিয়েছিলাম, পড়ে গিয়ে এমন হাল হয়েছে।
এভাবেই অমিতাভ বচ্চনের আইকনিক ছবি শোলের প্রচণ্ড জনপ্রিয় ক্লাইম্যাক্স সিন নিয়ে বাড়িতে টয়লেট থাকার প্রচারে নেমেছে রাঁচি পুরসভা। এর মাধ্যমে মানুষজনকে যেখানে সেখানে প্রাকৃতিক কাজ সারার অভ্যেস বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এমনই এক পোস্টারের ছবি শেয়ার করেছেন তাঁর ফেসবুক পেজে।
— Abhishek Singhvi (@DrAMSinghvi) May 22, 2017
অবশ্য রাঁচি প্রথম নয়, পথ দেখিয়েছিল নৈনিতাল। গত মাসে তারা অমিতাভের আর এক প্রবাদপ্রতিম ছবি দিওয়ারের পোস্টার নিয়ে এমনই বিজ্ঞাপন দেয়। তাতে অমিতাভ, শশী কপূর দুজনেই মাকে বাড়ি নিয়ে যেতে চাইছেন। কিন্তু নিরূপা রায়ের সাফ কথা, যার বাড়িতে টয়লেট আছে, তার কাছেই যাব!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement