২০১৮ থেকে অভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা: সিদ্ধান্ত স্থগিত কেন্দ্রের, স্বাগত রাজ্যের
কলকাতা ও নয়াদিল্লি: মেডিক্যাল জয়েন্টে এখন অভিন্ন প্রবেশিকা। মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য সেই অভিন্ন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (এনইইটি) পরীক্ষা হবে ৭ মে। অন্যদিকে, গত ২৩ এপ্রিলই নেওয়া হয়েছে রাজ্যের জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা। কিন্তু আগামী বছর ওই পরীক্ষা হবে কি না তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কারণ, গত মার্চেই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই জানিয়ে দেয়, ২০১৮ সাল থেকে মেডিক্যালের মতো অভিন্ন প্রবেশিকা হবে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এও। গোড়া থেকেই ওই সিদ্ধান্তের বিরোধিতা করে এসেছে পশ্চিমবঙ্গ। সেই বিরোধিতার জেরেই পিছু হঠল কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, এবিষয়ে সমস্ত রাজ্যের এক মত হওয়া খুব জরুরি। সব রাজ্য যেহেতু এক মত নয়, তাই জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এ অভিন্ন প্রবেশিকার সিদ্ধান্ত স্থগিত রাখা হল। পাশাপাশি, কমন কাউন্সেলিং নিয়েও রাজ্যগুলির মত নেওয়া হবে। এবিষয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, এটা হলে বুঝতে হবে, শুভবুদ্ধির উদয় হয়েছে। গত মার্চে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে এআইসিটিই। সেখানেই জানানো হয়, জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এর অভিন্ন প্রবেশিকার কথা। তীব্র আপত্তি জানায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। এমনকী, একাধিক আপত্তির কথা জানিয়ে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠিও লেখেন শিক্ষামন্ত্রী। সেই আপত্তিতেই শেষমেশ সিদ্ধান্ত বদল কেন্দ্রের। ফলে উজ্জ্বল হল আগামী বছরের রাজ্য জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এর সম্ভাবনা।