এক্সপ্লোর
Advertisement
দেশে করোনা ভ্যাকসিনের মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু, জানালেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী
সারা বিশ্বের সঙ্গে ভারতেও করোনা আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টাও। আর এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে দেশে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার প্রক্রিয়া শুরু হল।
নয়াদিল্লি: সারা বিশ্বের সঙ্গে ভারতেও করোনা আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টাও। আর এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে দেশে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ এই তথ্য জানিয়েছেন।
অনিল ভিজ ট্যুইট করে জানিয়েছেন, ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন (কোভ্যাক্সিন) এর মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল পিজিআই রোহতকে। যাঁদের ওপর পরীক্ষা করা হয়েছে, তাঁদের শরীরে তা ধাতস্থ হয়েছে। কোনও খারাপ প্রভাব দেখা যায়নি।
ভারত বায়োটেক আগেই করোনাভাইরাস প্রতিরোধর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেয়েছে। করোনার প্রকোপ রুখতে দেশে এই সময় সাতটি ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন স্তরে রয়েছে। এরমধ্যে দুটি মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে।
চলতি মাসের শুরুতেই জাইডস কোম্পানি তাদের টিকার মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পাওয়ার কথা জানিয়েছিল।
উল্লেখ্য, দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি। ১৭ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তর সংখ্যা ৩৫ হাজার, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। সংক্রমণের সংখ্যার নিরিখে সারা বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু ও তৃতীয় দিল্লি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement