এক্সপ্লোর
Advertisement
৫ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, মৃত ৩
হায়দরাবাদ: সোমবার সন্ধের টানা পাঁচ ঘণ্টা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। জলমগ্ন গোটা শহর, ভেঙে পড়েছে ট্র্যাফিক পরিষেবা, নাজেহাল সাধারণ মানুষ। ভারী বৃষ্টিতে তিন জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বানজারা হিলসে দেওয়ালের নীচে জীবন্ত চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ছ মাসের শিশুপুত্রের। জনবহুল চারমিনার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
শহরের বিভিন্ন জায়গায় কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে গিয়েছে রাস্তায়। লম্বা ছুটির পর গতকালই শহরে ফিরছিলেন শহরবাসীরা। তাঁদের অবস্থাও করুণ। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটার মধ্যে ৬৭.৬ মিলি মিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হায়দরাবাদ পুরসভার তরফে জানানো হয়েছে, তাদের কর্মীরা গতকাল রাত থেকে চেষ্টা করছে শহর থেকে জল বের করার। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও পুর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রধানকে আগামী ২৪ ঘণ্টা সতর্ক থাকতে বলেছেন এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্যে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। তবে মুম্বইয়ে সম্প্রতি যা বৃষ্টি হয়েছে, সে তুলনায় গতকাল নেহাতই কম বৃষ্টি হয়েছে নিজামের শহরে, দাবি আবহাওয়া অফিসের। আজ তেলঙ্গানা সরকার সেখানকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
দেখুন হায়দরাবাদের পরিস্থিতি
#WATCH: Car stuck due to massive flooding following incessant rainfall in Hyderabad; schools & colleges ordered to remain shut today. pic.twitter.com/MLZw2OqHc5
— ANI (@ANI) October 3, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement