এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদে ছেলে বাবাকে খুন করেছিল মদের পয়সার জন্য। একই কারণে এবার তার বোন মারল মাকে
হায়দরাবাদ: মা মদ কিনতে টাকা দিচ্ছেন না। এই রাগে মাকে খুন করল হায়দরাবাদের মেহবুবনগর জেলার এক নেশাগ্রস্ত মহিলা। অভিযুক্তের দাদা আবার ৪ বছর আগে একই কারণে খুন করেছিল বাবাকে।
অভিযুক্তের নাম পার্বথাম্মা। মা চাকালি নারসাম্মার সঙ্গে ইপ্পাতুরু গ্রামে থাকত ৩০ বছরের এই মহিলা। প্রচণ্ড মদের নেশার জন্য আগের দুটো বিয়ে ভেঙে যাওয়ায় মায়ের কাছে ফিরে এসেছিল সে। মায়ের পেনশনের টাকাতেই চলত সংসার।
অভিযোগ, সপ্তাহখানেক আগে পার্বথাম্মা মায়ের কাছে নেশার টাকা চায়। মা দিতে রাজি না হওয়ায় রাগের চোটে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। মা মারা গেলে কেরোসিন ঢেলে দেহ জ্বালিয়ে দেয়। তারপর এক সপ্তাহ মৃতদেহের সঙ্গেই দিব্যি ঘরবসত করে পার্বথাম্মা। প্রতিবেশীরা মায়ের কথা জানতে চাইলে বলে, আত্মীয়দের বাড়িতে গেছেন।
কিন্তু বুধবার রাতে মায়ের দেহ টেনে বাইরে ফেলতে যাওয়ার সময় পড়শিদের নজরে পড়ে যায় সে। তাঁরা পুলিশে খবর দেন। জেরায় সে স্বীকার করে খুনের কথা।
গুণধর এই মহিলার দাদা নারায়ণও আবার কম কীর্তিমান নয়। বাবা নাগারাজুর সঙ্গে মদের টাকা নিয়ে বচসার জেরে ৪ বছর আগে সে বাবাকে খুন করেছিল।
এবার হয়তো একই জেলে ভাইবোনের ঠাঁই হবে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement