এক্সপ্লোর
Advertisement
প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ২০ বছরের ছাত্রর
হায়দরাবাদ: প্রেমিকার সঙ্গে ভিডিও কল চলাকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ২০ বছরের এক ছাত্র। হায়দরাবাদের নেরেদমেটের বিনায়ক নগরে গত বুধবার সকালে এইমর্মান্তিক ঘটনা ঘটেছে। আত্মঘাতী ছাত্রর নাম অজমীর সাগর। তিনি হায়দরাবাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সস্টিটিউটে একটি কোর্স করতে তিনি। পুলিশ জানিয়েছে, সাগর দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতেন। যে সময় এই চরম পদক্ষেপ তিনি নেন, তখন বাড়িতে কেউ ছিলেন না।
উল্লেখ্য, এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল। গত ১৮ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল চলাকালে কোমপল্লীর হস্টেলে আত্মহত্যা করেছিলেন ম্যানেজমেন্টের এক ছাত্রী।
পুলিশ জানিয়েছে, সাগরের সঙ্গে ১৯ বছরের বিএসসি নার্সি-এর এক ছাত্রীর সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁরা বিয়ে করতে চেয়েছিলেন এবং গত জানুয়ারিতে পালিয়ে গিয়ে বিয়েরও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিবারের লোকজন দুজনের সেই পরিকল্পনা ভেস্তে দেন। সম্প্রতি সাগরের বাড়ির লোকজন তাঁর জন্য পাত্রীর খোঁজ শুরু করেছিলেন।
গত বুধবার সকালে মেসেজ করে জানান যে, গার্লফ্রেন্ডকে সামনে মরতে পারলে তিনি খুশি হবেন।এরপরই তিনি হোয়াটস্যাপে ওই তরুণীকে ভিডিও কল করেন সাগর এবং কথাবার্তার মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নেরেদমেটের সাব-ইন্সপেক্টর পি নাগারাজু এ কথা জানিয়েছেন।
২.০৪ মিনিটের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দুজন মেয়েকে সাগরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সাগরের কথাবার্তা শুনে ওই দুই মেয়ে প্রাথমিকভাবে হতভম্ব হয়ে পড়েন। প্রথমটা তাঁরা ভেবেছিলেন, সাগর হয়ত মজা করছেন। কিছুক্ষণ পরেই ভিডিও-তে একটি মেয়ের আর্ত চিত্কার শোনা যায়।
এদিকে, সাগর ফোন ধরছেন না দেখে তাঁর দিদি কর্মস্থল থেকে ছুটে বাড়িতে আসেন। বাড়িতে ঝুলন্ত অবস্থায় সাগরকে দেখতে পান। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পুলিশে খবর দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement