এক্সপ্লোর
Advertisement
বলিউডে পাক শিল্পীদের চান না হেমা
মুম্বই: ২৪-ঘণ্টার মধ্যেই ডিগবাজি হেমা মালিনীর।
পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে এদিন হেমা সাফ জানিয়ে দেন, তাঁদের উপস্থিতি (বলিউডে) তিনি সমর্থন করেন না।
মথুরার বিজেপি সাংসদ বলেন, তিনি সর্বদা দেশের সেনা জওয়ানদের পাশে থাকবেন। কারণ, তাঁরা দেশের জন্য লড়াই চালাচ্ছেন।
এদিন হেমা বলেন, আমি দেশের জওয়ানদের সমর্থনে ১০০ শতাংশ সমর্থন করি, যাঁরা দেশের জন্য লড়াই করেন এবং বলিদান দেন।
তিনি যে পাক শিল্পীদের এখানে পছন্দ করছেন না, তাও বুঝিয়ে দেন। বলেন, আমি এখানে পাক শিল্পীদের চাই না।
শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ৬৭ বছরের অভিনেত্রী। বলেন, সার্জিক্যাল স্ট্রাইক করে আমাদের সেনা দুর্দান্ত কাজ করেছে।
এই প্রসঙ্গে হেমার মতে, আমাদের সকলের উচিত তাঁদের সমর্থন করা। কেন অভিযানের প্রমাণ চাওয়া হচ্ছে? প্রশ্ন হেমার। এটা অভাবনীয়।
এদিন এই কথা বললেও, গতকাল কিন্তু ভিন্ন কথা শোনা গিয়েছিল হেমার কথায়। সেখানে পাক শিল্পীদের কাজের প্রশংসাও করেছিলেন তিনি।
বলেছিলেন, একজন শিল্পী হিসেবে আমি তাঁদের কাজকে সমর্থন করি। তবে, এটা বলতে পারব না যে, তাঁদের এদেশে থাকা উচিত না কি চলে যাওয়া।
তিনি আরও বলেছিলেন, শিল্পীরা শিল্পী-ই। সে ভারতের হোক বা পাকিস্তানের। এটা দুর্ভাগ্যের যে ওঁরা পাকিস্তানের। তবে, ওরা সকলেই ভাল শিল্পী। ভারতে ওঁরা ভাল কাজ করেছে বলে জানান বিজেপি সাংসদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
খবর
খবর
Advertisement