এক্সপ্লোর
Advertisement
আডবাণী নন, বাবরি ভেঙে ফেলতে জনতাকে তাতিয়েছিলাম আমি, দাবি প্রাক্তন বিজেপি সাংসদ বেদান্তির
ফৈজাবাদ: বাবরি মসজিদ মামলায় লালকৃষ্ণ আডবাণীর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে বিচার হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার দুদিন বাদে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি। ১৯৯২ সালে তিনিই বাবরি কাঠামো গুঁড়িয়ে দেওয়ার প্ররোচনা দিয়েছিলেন বলে জানিয়েছেন বেদান্তি। বাবরি ধ্বংস হওয়ায় আডবাণীর কোনও ভূমিকা ছিল না বলে দাবি তাঁর। বেদান্তির স্পষ্ট ঘোষণা, ওই কাঠামো যাতে ভেঙে পড়ে, সেটা সুনিশ্চিত করি আমিই। এজন্য ফাঁসিতে ঝুলতেও তিনি রাজি বলে জানান বেদান্তি।
১৯৯২-এর ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার অপরাধমূলক ষড়যন্ত্রে যে ১৩জনকে সিবিআই অভিযুক্ত করেছে, বেদান্তি তাদেরই একজন।
তিনি সেদিনের স্মৃতিচারণা করে বলেন, উত্তেজিত জনতা যখন বাবরি মসজিদে হামলা চালায়, প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা অশোক সিংঘল ও মহন্ত অদ্বৈতনাথের পাশাপাশি তখন তিনিও করসেবকদের ডাক দেন একটা একটা করে মসজিদের ইট খসিয়ে দিতে। যাতে তার ভগ্নাবশেষের ওপর একটি অস্থায়ী রামমন্দির গড়ে উঠতে পারে, সেজন্য সেদিন দ্রুত বাবরি ভেঙে ফেলা জরুরি ছিল বলেও মন্তব্য করেন বেদান্তি। তিনি বলেন, আমিই সেদিন স্লোগান দিয়েছিলাম, এক ধাক্কা অওর দো, বাবরি মসজিদ তোড় দো।
বেদান্তি জানান, তিনি ও অন্যরা একদিকে জনতাকে তাতিয়ে তুলছিলেন, উল্টোদিকে মুরলিমনোহর জোশী, আডবাণী, বিজয়রাজে সিন্ধিয়ারা করসেবকদের সংযত রাখার চেষ্টা করছিলেন।
এদিন অযোধ্যার বিতর্কিত এলাকায় অধিগৃহীত ৬৭.৭৭ একর জমি রামজন্মভূমি ন্যাসের হাতে তুলে দেওয়ার দাবিও করেন বেদান্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement