এপ্রিল থেকে নোট বাতিল পর্যন্ত জমা কত নগদ? জানতে চাইল আয়কর দফতর
নয়াদিল্লি: নোট বাতিলের আগে ব্যাঙ্কে কত নগদ জমা পড়েছে, তার হিসাব চাইল আয়কর দফতর। এই মর্মে, ব্যাঙ্কগুলিকে ২০১৬-১৭ অর্থবর্ষের শুরু থেকে নোট বাতিল পর্যন্ত সব সেভিংস অ্যাকাউন্টে জমা নগদের হিসেব জানাতে বলেছে দফতর।
আয়করের নির্দেশিকা অনুযায়ী, সমবায় ব্যাঙ্ক সহ দেশের সবকটি ব্যাঙ্ক ও ডাকঘরকে ১ এপ্রিল থেকে ৯ নভেম্বর পর্যন্ত যাবতীয় নগদ জমার তথ্য জানাতে হবে।
পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে আরও নির্দেশ, এবার থেকে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারদের প্যান নম্বর বা ফর্ম ৬০-র রেকর্ড রাখতে হবে। যে লেনদেনের জন্য প্যান প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে সেই রেকর্ডও রাখতে হবে।
আয়করের নির্দেশ, অ্যাকাউন্ট খোলার সময় যাঁরা প্যান নম্বর বা ফর্ম ৬০ (যাঁদের প্যান কার্ড নেই) জমা করেননি, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের থেকে সংশ্লিষ্ট নথি নিতে।
এর আগে, নোট বাতিলের পর, ব্যাঙ্কগুলিকে আয়কর দফতর নির্দেশ দিয়েছিল, নভেম্বর ১০ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত যে সব সেভিংস অ্যাকাউন্ট বা জমা খাতায় আড়াই লক্ষ এবং কারেন্ট অ্যাকাউন্ট বা চালু খাতায় ১২.৫ লক্ষ টাকার ওপর নগদ জমা হয়েছে, তার তথ্য দিতে।
পাশাপাশি, একদিনে কোনও অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি জমা পড়লে তাও জানানোর নির্দেশ দিয়েছিল আয়কর দফতর। প্রসঙ্গত, নোট বাতিলের পর, প্রায় ১৫ লক্ষ কোটি টাকা মূল্যের পুরনো বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট ফেরত এসেছে ব্যাঙ্কে।