এক্সপ্লোর
Advertisement
সহবাগ সম্পর্কে ‘কর্কশ’ শব্দ প্রত্যাহার করলেন জাভেদ আখতার
মুম্বই: গুরমেহর কউর ইস্যুতে বীরেন্দ্র সহবাগকে তোপ দাগতে গিয়ে ব্যবহৃত কঠোর শব্দ প্রত্যাহার করার কথা জানালেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানের কন্যা গুরমেহরের একটি ভিডিও পোস্ট ঘিরে সহবাগের মন্তব্যের নাম করে সমালোচনা করেছিলেন জাভেদ। গুরমেহর তাঁর ভিডিও পোস্টে শান্তির পক্ষে সওয়াল করতে গিয়ে বলেছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবকে খুন করেছে যুদ্ধ। ওই মন্তব্যকে কটাক্ষ করে বীরু একটি ছবি পোস্ট করে ট্যুইটে বলেন, দুটি ট্রিপল সেঞ্চুরি আমার নয়, আমার ব্যাট করেছে।
এর পাল্টা হিসেবে নাম না করেই বীরুর সমালোচনা করেন জাভেদ। তিনি বলেন, ‘অর্ধশিক্ষিত কোনও খেলোয়াড় বা কুস্তিগীর এক জন শান্তিপ্রিয় শহিদ-কন্যাকে ট্রোল করছেন, সেটা তো বোঝা গেল। কিন্তু, শিক্ষিত মানুষজনের একাংশের কী হয়েছে’?
ট্যুইটে ৭১ বছরের গীতিকারের নিশানা যে বীরু ও কুস্তিগীর যোগেশ্বর দত্ত ছিলেন তা স্পষ্ট। উল্লেখ্য, যোগেশ্বরও গুরমেহরকে বিদ্রুপ করেছিলেন ট্যুইটার মারফত। পরে সহবাগ তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, গুরমেহেরকে কটাক্ষ করে নয়, নিছকই মজা করেই ওই টুইট করা। মানুষজন তা অন্য ভাবে নিয়েছেন। এরই প্রেক্ষিতে জাভেদ আখতার বলেছেন, ‘নিঃসন্দেহে সহবাগ গ্রেট খেলোয়াড়। তিনি তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাই আমার আপাত কর্কশ শব্দ প্রত্যাহার করে নিচ্ছি’। অন্যদিকে, নির্ভীকভাবে গুরমেহরের পাশে দাঁড়ানোর জন্য জাভেদ ক্রিকেটার গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন। তাঁর ট্যুইট, 'দক্ষিণপন্থী চরমপন্থী ও অন্যদের নিশানা হওয়ার আশঙ্কা উড়িয়ে গম্ভীর গুরমেহরের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। সাবাস'।If a hardly literate player or a wrestler troll a pacifist daughter of a martyr its understandable but whats wrong with some educated folks
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 28, 2017
Since Sehwag undoubtedly a great player has clarified he was just being facetious n is not anti Gurmehar I take back my rather harsh words. — Javed Akhtar (@Javedakhtarjadu) March 2, 2017
জাভেদ আরও বলেছেন, ‘‘অনেক প্রাক্তন সামরিক কর্মী ও সেনা অফিসার গুরমেহরের বক্তব্যকে সমর্থন করেছেন। কিন্তু কিছু মানুষের কাছে তাঁরা সম্ভবত যথেষ্ট ‘দেশপ্রেমী’ নন’’।My respect for Gautam Gambhir who with out any fear of trolls n right wing extremists has stood for Gurmehar 's freedom of expression.Bravo
— Javed Akhtar (@Javedakhtarjadu) March 2, 2017
So many war veterans and retired army officers have supported Gurmehar's statement but perhaps they are not "nationalist " enough for some — Javed Akhtar (@Javedakhtarjadu) March 2, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement