এক্সপ্লোর
Advertisement
গ্রেফতারি এড়াতে সিনেমা হলে শোলে-র দর্শকের ভিড়ে মিশে থাকতেন বিরোধী নেতারা, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে আমারও সামান্য অবদান ছিল: হেমা
মথুরা: জরুরি অবস্থার সময় যখন বিরোধী নেতাদের ধরপাকড় চলছিল, তখন সিনেমা হলে তাঁর অভিনীত 'শোলে' দেখতে যাওয়া দর্শকের ভিড়ে মিশে থাকতেন তত্কালীন কংগ্রেস সরকারের বিরোধী নেতারা, তাঁরা এভাবে গ্রেফতারি এড়াতেন। বললেন হেমা মালিনী।
১৯৭৫-এর ২৫ জুন দেশে ইমার্জেন্সি জারি হয়। তার কিছুদিন বাদে ১৫ আগস্ট মুক্তি পায় ব্লকবাস্টার ছবি 'শোলে'। হেমা ছাড়াও যে কালজয়ী ছবিতে আছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, জয়া বচ্চন, আশরানির মতো কলাকুশলীরা।
জরুরি অবস্থার ৪২-তম পূর্তির এক অনুষ্ঠানে বর্তমান মথুরার বিজেপি সাংসদ বলেছেন, ছবিটি বিপুল সংখ্যক দর্শক টানত। তখন ইন্দিরা গাঁধীর বিরোধিতা করায় রাজনৈতিক নেতাদের একে একে গ্রেফতার করা হচ্ছিল। তাই জরুরি অবস্থার সমালোচনা করা বিরোধী নেতারা যেখানে যেখানে 'শোলে' দেখানো হত, সেইসব ভিড়েঠাসা হলে পুলিশের নজর এড়াতে আশ্রয় নিতেন। তাঁদের খোঁজে হলের ভিতরে ঢুকতেই পারত না পুলিশ।
হেমার সংযোজন, সেদিন যাঁরা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে আমারও সামান্য অবদান ছিল।
জরুরি অবস্থাকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দেওয়া হেমা বলেন, সেদিনের কংগ্রেস সরকার রাজনৈতিক নেতা ও আমজনতা, উভয়ের প্রতিই নিষ্ঠুর আচরণ করেছিল। সেজন্যই আজ ওদের এমন দুর্দশা।
বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল বলেন, জরুরি অবস্থার দিনগুলি ছিল গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার পর্ব। তবে বহু মানুষ জেল ভেঙে গণতন্ত্রকে বাঁচাতে জরুরি অবস্থার বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। তাঁরা মহান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement