এক্সপ্লোর
Advertisement
ইভিএম হ্যাক করা গেলে পঞ্জাবে ক্ষমতায় আসত না কংগ্রেস: দলের অভিযোগ উড়িয়ে জানালেন অমরিন্দর
লুধিয়ানা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলির পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। বিরোধীদের ইভিএম গড়বড়ের তত্ত্ব সরাসরি নাকচ করে ক্যাপ্টেনও এবার জানিয়ে দিলেন, ইভিএম হ্যাক করা গেলে কংগ্রেসকে আর পঞ্জাবে ক্ষমতায় আসতে হত না। ফিরে আসত গত ২বারের জয়ী অকালি-বিজেপি জোটই।
এর আগে বীরাপ্পা মইলি দলের অবস্থানের উল্টো পথে গিয়ে বলেছিলেন, ইভিএম ছেড়ে ব্যালট পেপারে ফিরে যাওয়া পিছনে হাঁটা হবে। তখন কংগ্রেস তড়িঘড়ি এ কথা বলে সামাল দেয়, যে ওটা মইলির ব্যক্তিগত মত, ইভিএমে যে গন্ডগোল আছে সে ব্যাপারে গোটা দল একমত। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ইভিএম হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে 'প্রমাণ' তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে।
কিন্তু দলের অবস্থানের ধারে কাছে না ঘেঁষে ক্যাপ্টেন অমরিন্দরও স্পষ্ট করে দিলেন, ইভিএম হ্যাক করা নিয়ে এই হইচই তিনি ভাল চোখে দেখছেন না। গত ৫ রাজ্যের ভোটে শুধু পঞ্জাবেই জিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস। সে প্রসঙ্গ তুলে তাঁর সোজাসাপটা মন্তব্য, ইভিএমে যদি গড়বড় করা যেত, আমি এখানে থাকতাম না। থাকত অকালিরা।
উত্তরপ্রদেশ ভোটে কার্যত ধুয়ে মুছে যাওয়ার পর প্রথম ইভিএম প্রসঙ্গটি তোলেন বিএসপি নেত্রী মায়াবতী। দ্রুত তা লুফে নেয় আম আদমি পার্টি। পঞ্জাবে জয় পাওয়ায় এ নিয়ে মুখ খুলতে প্রথমে দোনামোনা করলেও কংগ্রেসও শেষমেষ নাম লেখায় ইভিএম বিরোধীদের দলে। কিন্তু দলের দুই প্রবীণ নেতা ইভিএম হ্যাকিংয়ের তত্ত্ব খারিজ করে দেওয়ায় তাদের অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement