এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ আসন ভীষণ পছন্দ, চলুন বদলাবদলি করে নেওয়া যাক, মোদীকে কটাক্ষ অখিলেশের
লখনউ: উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে, সাত দফায় ভোটগ্রহণ হবে ভারতের এই রাজ্যে। গতকাল সম্পূর্ণ হয়েছে চতুর্থ দফা।
নির্বাচনের সঙ্গে রাজ্যের বিভিন্ন অঞ্চলে হাড্ডাহাড্ডি প্রচারও চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারের মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তাঁর যদি উত্তরপ্রদেশ আসন এত পছন্দ হয়, তাহলে চলুন আমরা আসন বদলাবদলি করে নিই।
এরসঙ্গেই প্রচার সভায় অখিলেশ বলেন, ইদানিংকালে দিল্লিওয়ালাদের উত্তরপ্রদেশ একটু বেশিই ভাল লাগছে। তাঁরা এই রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পরিষেবার কথা ঘোষণা করছেন, কিন্তু তাঁরা এটাই জানেন না, সপা-র উদ্যোগে সেসমস্ত কিছুই এই রাজ্যে ইতিমধ্যেই রয়েছে। এপ্রসঙ্গে অখিলেশ মোদীর এক প্রচারসভার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে থানা তৈরির কথা বলেছিলেন। কিন্তু তিনি এটা জানেন না এখানে ১০০ ডায়াল করে পুলিশি পরিষেবা পাওয়ার ব্যবস্থা আছে, কটাক্ষ অখিলেশের। তিনি মনে করেন বর্তমান সরকার উত্তরপ্রদেশকে যা দিয়েছে, কোনও সরকারই সেই পরিষেবা দিতে সক্ষম হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement