এক্সপ্লোর
বেকারত্বের চেয়ে পাকোড়া বিক্রি ভাল, কারণ এদেশেই চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন:অমিত শাহ
নয়াদিল্লি: আজই বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যসভায় প্রথম বক্তব্য রাখলেন। বক্তব্যের শুরুতেই তিনি কেন্দ্রে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং কংগ্রেসকে গত ৫৫ বছরের অপশাসনের জন্যে কাঠগড়ায় দাঁড় করান।
মানুষকে ২০১৩ সালের কথা মনে করিয়ে দিয়ে বিজেপি সভাপতি বলেন, তাঁরা ক্ষমতায় আসার আগে দেশের পরিস্থিতি কী ছিল, কেউ একবার মনে করে দেখুক। শাহের কথায় দেশজুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছিল, আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সেনাবাহিনীকে নিজেদের বাস্তব শৌর্য দেখানো থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু দেশবাসী যেদিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেন, সেদিনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সরকার হবে গরিব, চাষী এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষের সরকার। গাঁধী এবং দিন দয়ালের স্বপ্ন পূরণ করবে এই সরকার। গত সাড়ে তিন বছরে মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার অন্তদয়ার পথ অনুসরণ করেই এগিয়েছে।
অমিত শাহর কথায়, গত তিন বছরে এনডিএ সরকার যা কাজ করেছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই সাফল্যের প্রথম পদক্ষেপই হল জন ধন যোজনা। গত ৫৫ বছরে ভারতকে শাসন করেছে একটি পরিবার, একটি দল। তা সত্ত্বেও সেসময় দেশের ৬০ শতাংশ মানুষেরই কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। কিন্তু এনডিএ সরকার ৩১ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। এই স্কিম যখন চালু হয় তখন ৭৭ শতাংশ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল। সেখানে আজ ২০ শতাংশ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে।
তারপর মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে তুলনা করে অমিত শাহ বলেন, ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় শাস্ত্রী গোটা দেশকে একদিন উপবাস করার অবেদন করেছিলেন। সেকথা প্রত্যেক দেশবাসী রেখেছিলেন। সেই ছিল প্রথম, যে একজন রাষ্ট্রপ্রধানের কথা রাখলেন গোটা দেশ। তারপর মোদী প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীকে গ্যাসের ওপর ভর্তুকি ছেড়ে দেওয়ার আবেদন করলেন। দেশের প্রায় ১.৩ কোটি মানুষ ভর্তুকি ছেড়েও দিয়েছেন। তার সাহায্যেই শুরু হল উজ্জ্বলা যোজনা। এখন ৩.৩ কোটি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়েছেন। তাই উজ্জ্বলা যোজনার মাধ্যমে সরকার এখন পাঁচ কোটি নয়, ৮ কোটি গরিব মানুষের ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।
কংগ্রেস শুধু নীতিগত ভাবেই ভুল ছিল না, দিল্লির লুটিয়েনে থেকে আমজনতাকে বোঝার ক্ষমতা কংগ্রেসের নেই বলে কটাক্ষ অমিতা শাহর।তারপর মোদীর পাকোড়ানমিক্স নিয়ে কংগ্রেসের কটাক্ষের জবাব দিয়ে, শাহর মন্তব্য, বেকার থাকার চেয়ে পাকোড়া বেচে রোজগার করা অনেক সম্মানের। আজ যিনি পাকোড়া বিক্রি করে আয় করছেন, তাঁর পরবর্তী প্রজন্মই নিজের বিশাল ব্যবসা শুরু করবেন। কারণ এদেশেই চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন, সেদেশে পাকোড়াওয়ালার উন্নতি আকাশ ছুঁতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement