এক্সপ্লোর
Advertisement
কার্বন ব্যবহার করে বিশেষ পদ্ধতির মাস্ক বানাচ্ছেন আইআইটি কানপুরের পড়ুয়ারা
কেবল করোনাভাইরাস নয়, সমস্তরকম দূষণ ও অন্যান্য ক্ষতিকারক রোগজীবাণু থেকেও সুরক্ষা দেবে এই বিশেষ মাস্ক। কমিয়ে আনবে সমস্ত রোগজীবাণুর সংক্রমণের মাত্রাও। করোনা পরিস্থিতিতে নতুন মাস্ক বানাচ্ছেন কানপুর আইআইটির ৪ পড়ুয়া।
কানপুর: কেবল করোনাভাইরাস নয়, সমস্তরকম দূষণ ও অন্যান্য ক্ষতিকারক রোগজীবাণু থেকেও সুরক্ষা দেবে এই বিশেষ মাস্ক। কমিয়ে আনবে সমস্ত রোগজীবাণুর সংক্রমণের মাত্রাও। করোনা পরিস্থিতিতে নতুন মাস্ক বানাচ্ছেন কানপুর আইআইটির ৪ পড়ুয়া।
ডঃ সন্দীপ পাতিল, নীতিন চারাতে, অঙ্কিত শুক্লা আর মহেশ কুমারের বানানো নতুন এই মাস্কটি এন৯৫ কার্বন টেকনোলজিতে বানানো। দাবি, এতে কোনওরকম দুর্গন্ধ হবে না। ডঃ পাতিল জানাচ্ছেন, বহুক্ষণ মাস্ক পরে থাকার ফলে আমাদের নিঃশ্বাসের কারণে সেখানে ব্যাকটেরিয়া জমে। ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে। এই মাস্কটি সেই সমস্যা থেকে মুক্তি দেবে। একেবারে আলাদা ল্যাবরেটরিতে বানানো এই মাস্ক স্বাস্থ্যের পক্ষেও ভালো।
এই মাস্কটিকে বেশি পরিমাণে বানানোর জন্য অতিমধ্যেই উদ্যোগী হয়েছে একটি বেসরকারি সংস্থা। খুব তাড়াতাড়ি এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে সাধারণ এন৯৫ মাস্কের থেকে এর দাম কিছুটা বেশি।
বিশেষ এই মাস্ক সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়েছেন নির্মাতারা। বলছেন, মাস্কের ভিতর সূক্ষ ছিদ্রে ভরা থাকবে বিশেষভাবে সক্রিয় কার্বন। এর ফলে অন্যান্য জীবাণু সহজে নাকে প্রবেশ করতে পারবে না। অথচ শ্বাস নেওয়ার সমস্যাও হবে না। বিশেষ এই কার্বন কোটিং বায়ু চলাচল বন্ধ করে না। মাস্কের ভিতরের এই কার্বনের স্তর অবশ্য নির্দিষ্ট সময়ের পরে বদলে ফেলতে হবে। কার্বন কোটিং-র ফলে অধিকাংশ জীবাণুর কার্যক্ষমতাই নষ্ট হয়ে যাবে বলে দাবি করছেন নির্মাতারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement