এক্সপ্লোর
Advertisement
মানসিক, দৈহিক, আর্থিক হেনস্থা, যৌন সম্পর্ক গড়তে চেয়ে চাপ দিচ্ছেন ২ সিনিয়র অফিসার, গুজরাতে নালিশ ২৫ মহিলা হোমগার্ডের, চিঠি রুপানিকেও
সুরাত: গুজরাতের সুরাতের পুলিশ কমিশনারের কাছে লিখিত নালিশ জানিয়ে অন্তত ২৫ জন মহিলা হোমগার্ড দাবি করেছেন, দুজন সিনিয়র কর্তা তাঁদের হেনস্তা করেছেন, যৌন সম্পর্কের জন্য চাপ দিচ্ছেন। এ ব্যাপারে কর্মস্থলে মহিলাদের যৌন হয়রানি রোধ ও অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত আইনে স্থানীয় স্তরে কমিটি তৈরি হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সতীশ শর্মা।
দুজন সিনিয়র হোমগার্ড অফিসারের নাম করে তাঁরা মহিলা কর্মীদের মানসিক, দৈহিক, যৌন, আর্থিক হেনস্তা করছেন, এমনকী কয়েকজনকে সরাসরি যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন বলে দাবি অভিযোগকারিনীদের। ৪ পৃষ্ঠার অভিযোগনামাটি মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী প্রদীপসিন জাডেজাকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
মহিলা হোমগার্ডদের এও অভিযোগ, অভিযুক্ত কর্তারা পছন্দসই জায়গায় বদলির বিনিময়ে টাকা চেয়েছেন। টাকা না পেলে তাঁদের প্রত্যন্ত, দুর্গম এলাকায় বদলি, নানা ভাবে হেনস্থা করা হয়। অভিযুক্ত অফিসারদের একজন ইউনিফর্ম ঠিকঠাক করে দেওয়ার অছিলায় তাঁদের শরীরে অশালীনভাবে হাত দেন। আবার কয়েকজন মহিলাকে দিয়ে সিনিয়র অফিসারদের বাড়িতে জোর করে কাজ করানোর অভিযোগও রয়েছে।
পুলিশ কমিশনার বলেছেন, বিষয়টি জেলা স্তরে স্থানীয় অভিযোগ নিরসন কমিটিতে পাঠানো হয়েছে। কমিটির মাথায় আছেন একজন ডেপুটি পুলিশ কমিশনার। হোমগার্ডদের সঙ্গে পুলিশ বিভাগের কোনও সম্পর্ক নেই বলে পুলিশের অভ্যন্তরীণ কমিটিতে অভিযোগগুলি পাঠানো যাবে না। স্থানীয় কমিটি তদন্ত শুরু করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement