এক্সপ্লোর
Advertisement
বিধবা বিবাহ করলে ২ লক্ষ টাকা, প্রকল্পের উদ্যোগ মধ্যপ্রদেশ সরকারের
ভোপাল: কোনও বিধবা মহিলাকে বিবাহ করলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। বিধবা বিবাহকে উত্সাহ দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করছে মধ্যপ্রদেশ সরকারের সামাজিক ন্যায় বিভাগ। তবে অন্যতম শর্ত হল এই যে, কনের বয়স হতে হবে ৪৫ বছরের কম।
মধ্যপ্রদেশ সরকারের দাবি,দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এই প্রকল্প চালু হলে বছরে প্রায় এক হাজার বিধবার বিয়ে হবে বলে আশা সরকারের।
উল্লেখ্য, গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট বিধবাদের বিবাহে উত্সাহিত করতে একটি নীতি প্রণয়নের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে বলে মনে করা হচ্ছে। ১৮৫৬-তে বিধবা বিবাহ আইনিভাবে বৈধ ঘোষিত হওয়ার পর দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। প্রকল্পের শুরুতে এই প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ সরকার বছরে ২০ কোটি টাকা বরাদ্দের সংস্থান রেখেছে। খসড়া অনুসারে, ১৮ থেকে ৪৫ বছর বয়সের কোনও বিধবাকে বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তি পাবেন ২ লক্ষ টাকা। এই প্রস্তাবটি চূড়ান্ত হয়েছে এবং তা অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখানে ছাড়পত্র পেলে ওই প্রস্তাব মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। তিনমাসের মধ্যে এই প্রস্তাব কার্যকরী হবে বলে মনে করছেন সরকারের আধিকারিকরা।
এই প্রকল্পের যাতে অপব্যবহার না হয় সেজন্য কয়েকটি শর্তও রাখা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যিনি কোনও বিধবাকে বিয়ে করবেন তাঁর সেটাই প্রথম বিয়ে হতে হবে। জেলার কালেক্টরেটে বিবাহ নথিভুক্ত করতে হবে। গ্রাম পঞ্চায়েত বা কোনও স্থানীয় সংস্থার দেওয়া প্রমাণপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement