এক্সপ্লোর
যোগাসনে ‘ডিস্টিঙ্কশন’, সাজার মেয়াদ কমল ধর্ষকের!

নাগপুর: যোগাসনে ‘ডিস্টিঙ্কশন’ পেলে মিলবে অগ্রিম রেহাই! অভিনব উদ্যোগ মহারাষ্ট্র সরকারের। ধর্ষণে দোষী সাব্যস্ত এক কয়েদি সম্প্রতি তার সাজা শেষ হওয়ার আগেই ছাড়া পেয়েছে। কারণ, জেল কর্তৃপক্ষের আয়োজিত যোগাসন পরীক্ষায় সেই দুর্দান্তভাবে পাস করেছে। জান গিয়েছে, শীতল কাওয়ালে নামের এক ব্যক্তিকে ২০১২ সালে এক আত্মীয়াকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। কাওয়ালের সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরই। কিন্তু, বছরের গোড়ায় সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ আয়োজিত যোগাসন-প্রতিযোগিতায় ‘ডিস্টিঙ্কশন’ পায় কাওয়ালে। যার ফলে, তাঁর সাজার মেয়াদ ৪০ দিন কমিয়ে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেল সুপার যোগেশ দেশাই জানান, শুধু কাওয়ালে নয়, আরও এক কয়েদিকেও একইভাবে সময়ের আগে মুক্তি দেওয়া হয়েছে। কারণ, সে-ও যোগাসনে ঊত্তীর্ণ হয়েছে। তিনি যোগ করেন, এই দুজনের সাজার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছিল। তাই এদের মুক্তি দেওয়া হয়েছে। তবে, জেলের নিয়মানুসারে, নাশকতামূলক বা মাদক মামলায় দোষীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















