এক্সপ্লোর
Advertisement
লাতুরে খরা, মন্ত্রীর অস্থায়ী হেলিপ্যাডের জন্য ১০ হাজার লিটার জল!
মুম্বই: মহারাষ্ট্র, বিশেষত মারাঠওয়াড়া খরায় জ্বলছে। জলাভাব চরমে। কিন্তু মন্ত্রী আসছেন। তাই বিমানবন্দরের কাছেই লাতুরের গ্রামে অস্থায়ী হেলিপ্যাড বানানোর জন্য ঢালা হল হাজার হাজার লিটার জল! এমনই অভিযোগ উঠেছে।
খরা পরিস্থিতি, জলাভাবের পরিপ্রেক্ষিতে ত্রাণ ব্যবস্থা খতিয়ে দেখতে গতকালই লাতুরের বেলকুন্ড গ্রামে আসেন রাজস্বমন্ত্রী একনাথ খাড়সে। লাতুর থেকে প্রায় ৪০ কিমি দূরের ওই গ্রামে নামে তাঁর হেলিকপ্টার। স্থানীয় প্রশাসনিক কর্তারা তাঁর অবতরণের হেলিপ্যাড তৈরির জন্য ১০ হাজার লিটার জল ব্যবহার করেন।
লাতুরে যখন রেলের ওয়াগনে পানীয় জল নিয়ে আসা হচ্ছে, তখন কেন এভাবে জলের ‘অপচয়’ করা হল, প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী দল এনসিপি-র অভিযোগ, শাসক বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এভাবে ‘ক্ষমতার ঔদ্ধত্য’ দেখাচ্ছে। এ ঘটনা দেখাল, সরকারের খরা নিয়ে একেবারেই মাথাব্যথা নেই, তারা ক্ষমতা জাহির করতে চায়।
[gallery ids="199963"]
এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, লাতুরে একটি উপযুক্ত বিমানবন্দর আছে। মন্ত্রী তো সেখানে নেমে কয়েক মিনিটেই ওই গ্রামে যেতে পারতেন। কিন্তু এক বিন্দু জলের জন্য সংগ্রাম করা খরা-কবলিত গ্রামবাসীদের এভাবে অপমান করলেন তিনি।
খাড়সে অবশ্য বিতর্ক গায়ে মাখছেন না। এক বিবৃতিতে তিনি ১০ হাজার লিটার জল ব্যবহার করে অপচয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বলেছেন, নিরাপদে হেলিকপ্টার অবতরণের জন্য যেটুকু দরকার ছিল, সেটুকু জলই ব্যবহার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement