রাম রহিমের ডেরায় চালু নিজস্ব খুচরো-ব্যবস্থা!
সিরসা: সিরসায় ডেরা সচ্চা সৌদার সদর দফতর লাগোয়া গুরমীত রাম রহিম সিংহের অনুগামীদের দোকান থেকে কিছু কিনলে ক্রেতাদের খুচরো মেটানোর জন্য নিজস্ব মুদ্রা-ব্যবস্থার চল ছিল।
খবরে প্রকাশ, এই সব দোকানে নিজেদের নামের আগে ‘সাচ’, অর্থাৎ সত্য শব্দ লিখে রাখেন ডেরা অনুগামীরা। কোনও ক্রেতা কিছু কিনলে, বাকি খুচরোর জায়গায় তাঁদের হাতে প্লাস্টিকের তৈরি ৫ ও ১০ টাকার টোকেন দেওয়া হতো। ওই টোকেনে লেখা থাকত-- “ধন ধন সতগুরু তেরা হি আসারা, ডেরা সচ্চা সৌদা সিরসা”। ওই টোকেনগুলি পরবর্তীকালে ক্রেতারা এই ধরনের ‘সাচ’ দোকানে পুনরায় ব্যবহার করতে পারেন।
যেমন, কোনও ক্রেতা ৭০ টাকার জিনিস কিনে দোকানদারকে ১০০ টাকা দিলেন। কিন্তু, ‘সাচ’ দোকানদার ৩০ টাকা ফেরত না দিয়ে তিনটি ১০ টাকার টোকেন দিলেন ক্রেতাকে। আবার, ভিন্ন মূল্যের টোকেনের জন্য ভিন্ন রং ব্যবহার করা হয়। অর্থাৎ, ৫ ও ১০ টাকার টোকেনের রং আলাদা হবে। যাতে বোঝা যায়, টোকেনের মূল্য কী।
স্থানীয় বাসিন্দারা জানান, ডেরা অনুগামীদের ‘সাচ’ দোকানগুলিতে মুদ্রা বিনিময়ের এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। কেউ এই নিয়ে প্রশ্ন করে না। এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁর কাছে এই মুহূর্তে বেশ কিছু টোকেন রয়েছে। কিন্তু সেনা ডেরা সদর ঘিরে ফেলায় তিনি তা বিনিময় করতে পারছেন না।