এক্সপ্লোর
সীতা দেবীকে নিয়ে টুইটারে অশ্লীল ছবি, ট্রেনি ফার্স্ট অফিসারকে ছাঁটাই করল উড়ান সংস্থা গোএয়ার
ওই কেবিন ক্রুর আঁকা ছবি ও মন্তব্য টুইটারে ভাইরাল হয়ে গেলে বহু নেটিজেন গোএয়ারকে ট্যাগ করে তা হিন্দুফোবিয়া বলে অভিহিত করেন। দাবি করেন, অভিযুক্তকে এই মুহূর্তে বহিষ্কার করতে হবে, সরকারিভাবে উড়ান সংস্থাটিকে চাইতে হবে ক্ষমা।
![সীতা দেবীকে নিয়ে টুইটারে অশ্লীল ছবি, ট্রেনি ফার্স্ট অফিসারকে ছাঁটাই করল উড়ান সংস্থা গোএয়ার India Airlines GoAir in Hot Water After Employee Abused Hindu Goddess সীতা দেবীকে নিয়ে টুইটারে অশ্লীল ছবি, ট্রেনি ফার্স্ট অফিসারকে ছাঁটাই করল উড়ান সংস্থা গোএয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/23083521/GoAir-AP.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রামায়ণের নায়িকা সীতাকে নিয়ে টুইটারে অশ্লীল ছবি আঁকা ও আপত্তিকর মন্তব্যের জেরে আসিফ খান নামে এক ট্রেনি ফার্স্ট অফিসারকে ছাঁটাই করল উড়ান সংস্থা গোএয়ার। সংস্থাটি জাানিয়েছে, কোনও ব্যক্তি বা কর্মী ব্যক্তিগতভাবে যা মন্তব্য করেন, তার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় #বয়কটগোএয়ার ট্রেন্ডিং হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা।
ওই কেবিন ক্রুর আঁকা ছবি ও মন্তব্য টুইটারে ভাইরাল হয়ে গেলে বহু নেটিজেন গোএয়ারকে ট্যাগ করে তা হিন্দুফোবিয়া বলে অভিহিত করেন। দাবি করেন, অভিযুক্তকে এই মুহূর্তে বহিষ্কার করতে হবে, সরকারিভাবে উড়ান সংস্থাটিকে চাইতে হবে ক্ষমা। টুইটারে #বয়কটগোএয়ার ভাইরাল হয়ে যায়। এমনকী ট্যাগ করা হয় অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে।
এরপরই পদক্ষেপ করে গোএয়ার। তারা জানায়, কোনও কর্মী ব্যক্তিগত স্তরে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে তারা সহমত নয়। ওই ব্যক্তিকে এখনই বরখাস্ত করা হচ্ছে।
— GoAir (@goairlinesindia) June 4, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)