এক্সপ্লোর
Advertisement
সপ্তম উপগ্রহের সফল উৎক্ষেপণ, মার্কিন জিপিএস-এর উত্তরে চালু দেশীয় ‘নাবিক’
শ্রীহরিকোটা: ন্যাভিগেশন প্রযুক্তিতে ভারতের মুকুটে নয়া পালক।
পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব ‘জিপিএস’ উপগ্রহ সিস্টেম উৎক্ষেপণ করে সম্পূর্ণ স্বংয়ক্রিয়তা লাভ করল ভারত। উৎক্ষেপণের পর শুভেচ্ছাবার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিশ্বে এই প্রযুক্তি ‘নাবিক’ বলে পরিচিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশ এই প্রযুক্তি করায়ত্ত করতে সক্ষম হয়েছে।
জানা গিয়েছে, স্থল ও সামুদ্রিক নেভিগেশন, বিপর্যয় মোকাবিলা, ভেহিকল ট্র্যাকিং, ফ্লিট ম্যানেজমেন্ট, পর্বতারোহী ও পর্যটকদের জন্য নেভিগেশনের সুবিধা এবং চালকদের জন্য ভিজুয়্যাল অ্যান্ড ভয়েস নেভিগেশন— এই সবকিছুই করতে সক্ষম ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা আইআরএনএসএস।
বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ১১০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধবন স্পেস সেন্টারের প্রথম লঞ্চপ্যাড থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৩৩) রকেটে চেপে দুপুর ১২.৫০ মিনিটে মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (আইআরএনএসএস) – এর অন্তর্গত সপ্তম তথা শেষ কৃত্রিম উপগ্রহ (১জি)। ঠিক ২০ মিনিট পর অত্যন্ত সাফল্যের সঙ্গে তা কক্ষপথে স্থাপিত হয়।
মার্কিন জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তির উত্তরে ভারত নিজস্ব নেভিগেশন-সিস্টেম তৈরি করতে উদ্যোগ নেয়। সেই নিরিখে এই সিস্টেমের আওতায় থাকা সাতটির মধ্যে ৬টি উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন আগেই করা হয়ে গিয়েছিল। যার মধ্যে প্রথম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৩ সালের জুলাই মাসে। গত মার্চ মাসে ষষ্ঠ উপগ্রহটি উৎক্ষেপিত হয়। বাকি ছিল সপ্তম উপগ্রহটি।
বিশেষজ্ঞদের মতে, এদিনের উৎক্ষেপণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা জিপিএস নামে পরিচিত, তার কার্যকারিতা ও দক্ষতার সঙ্গে সমান তালে পাল্লা দেবে ভারতের আইআরএনএসএস। এখানে বলে রাখা প্রয়োজন, প্রথম চারটি উপগ্রহের উৎক্ষেপণের পরই কাজ শুরু করে দিয়েছিল এই সিস্টেম। কিন্তু, সাতটি উপগ্রহ হওয়ার ফলে তথ্য আরও নিখুঁত হবে। ইসরোর তরফে জানানো হয়েছে, সাতটি উপগ্রহ নির্মাণ খরচ প্রায় ১,৪২০ কোটি টাকা।
উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক বার্তায় তিনি বলেছেন, এই সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে নিজেদের প্রযুক্তির সহায়তা আমরা আমাদের পথ নির্ধারণ করব। আইআরএসএস-এর নতুন নামকরণও করেন মোদী। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ভারতীয় ‘জিপিএস’-কে বিশ্ববাসী ‘নাবিক’ নামে চিনবে। তিনি আরও বলেন, এই প্রযুক্তি আমাদের দেশের বিজ্ঞানীদের তরফ থেকে সমগ্র দেশবাসীকে উপহার।
শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ট্যুইটারে তিনি বলেছেন, সফল উৎক্ষেপণের জন্য ইসরো টিমকে শুভেচ্ছা। উর-রাষ্ট্রপতি হামিদ আনসারি বলেছেন, এই নির্ভুল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ গবেষণায় ভারতের ক্ষমতার নিদর্শন। রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, আমাদের দেশের কাছে একটা বিরাট মাইলস্টোন। ইসরো আমাদের ফের একবার গর্বিত করল। বিজ্ঞানীদের শুভেচ্ছা। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্ত্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ বহু রাজনৈতিক নেতা-নেত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement