এক্সপ্লোর
মালদ্বীপে জরুরি অবস্থা, 'বিচলিত' ভারত
নয়াদিল্লি: মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত। গতকালই ভারতীয় নাগরিকদের বিশেষ প্রয়োজন না হলে অশান্ত দ্বীপরাষ্ট্র সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার সেখানকার পরিস্থিতিতে উদ্বেগ জানাল নরেন্দ্র মোদী সরকার। বিদেশমন্ত্রক প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি সে দেশের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের সর্বসম্মত রায় মানতে মালদ্বীপ সরকারের অস্বীকারের পর জরুরি অবস্থা জারি হওয়ায়, মালদ্বীপের জনসাধারণের সাংবিধানিক অধিকার স্থগিত থাকায় আমরা বিচলিত। সেখানকার রাজনৈতিক নেতৃত্ব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গ্রেফতারিও আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। মালদ্বীপের বিচারবিভাগ ও প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের সংঘাত তীব্র চেহারা নিয়েছে। ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি দেশের প্রধান বিচারপতি আবদুল্লা সঈদ ও আরেক বিচারপতি আলি হামিদকে গ্রেফতার করিয়েছেন। বিচারপতিরা তাঁকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত করছেন বলে অভিযোগ তাঁর। বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন বলে প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুমকে গৃহবন্দি করা হয়েছে। এই অবস্থায় প্রবাসে চলে যাওয়া প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ ভারতের কাছে মালদ্বীপে সামরিক হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















