এক্সপ্লোর
Advertisement
আড়াইটি যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য ভারত তৈরি, বললেন সেনাপ্রধান
নয়াদিল্লি: যুদ্ধ হতে পারে আড়াই জায়গায়। ভারত সে জন্য তৈরি। পাকিস্তান, চিন ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিপদ নিয়ে এই মন্তব্য করলেন সেনা প্রধান বিপিন রাওয়াত।
এক সাক্ষাৎকারে রাওয়াত বলেছেন এ কথা। একইসঙ্গে আশাপ্রকাশ করেছেন, কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
সেনাপ্রধান বলেছেন, জাল ভিডিও ও মেসেজের মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করছে, যাতে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে তারা। উপত্যকার কিছু লোক ওই বার্তা ছড়াতে সাহায্য করছে, যারা জেহাদে যোগ দিয়েছে, তাদের আকর্ষণীয় করে তুলছে তরুণ প্রজন্মের কাছে।
তাঁর কথায়, যদিও ভারতীয় সেনা একাধিক ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত, পাশাপাশি বৈরী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, শেষ ৪০ বছরে ভারত-চিন সীমান্তে একটা গুলিও চলেনি।
সেনা প্রধান জানিয়েছেন, দুর্গম পার্বত্যাঞ্চলে যুদ্ধ চালানোর জন্য বিশেষ একটি বাহিনী তৈরি করছে সেনা। এ জন্য অফিসার, জওয়ানদের নিয়োগ চলছে।
মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ২-৩ বছরের মধ্যে সেনার আধুনিকীকরণ হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
যদিও একইসঙ্গে জানিয়েছেন, ভারতীয় সেনার যুদ্ধপ্রস্তুতি কোনও বিশেষ দেশের বিরুদ্ধে নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement