ভারতীয়দের ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করল মালদ্বীপ, ক্ষুব্ধ দিল্লি
নয়াদিল্লি: ভারতীয় নাগরিকদের কেন সেদেশে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না, সেই ইস্যুটি প্রতিবেশী রাষ্ট্রের কাছে উত্থাপন করল কেন্দ্র।
কেন্দ্রীয় সূত্রে খবর, বিদেশমন্ত্রকের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এই মর্মে যে, ভারতীয়দের ওয়ার্ক ভিসা দিতে অস্বীকার করছে মালদ্বীপ। এমনকী, সেদেশের নিয়োগকর্তারা ভারতীয় আবেদনকারীদের বলে দিয়েছে, তাঁদের ওয়ার্ক ভিসা মঞ্জুর করা হবে না।
সূত্রের খবর, মালদ্বীপে নৌসেনার ২টি হেলিকপ্টার মোতায়েন নিয়েও সেদেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। মালদ্বীপে ২টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব মোতায়েন করেছিল ভারত।
সেগুলির লেটার অফ এক্সচেঞ্জ (এলওই)-এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন মালদ্বীপ ভারতকে জানিয়েছে, ওই চুক্তির পুনর্নবীকরণ করতে উৎসাহী নয় তারা। একটি হেলিকপ্টার ব্যবহার করে থাকে উপকূলরক্ষী বাহিনী। দ্বিতীয়টি করে ভারতীয় নৌসেনা।
সেনা সূত্রের খবর, আড্ডুতে মোতায়েন থাকা হেলিকপ্টারের এলওই আগেই শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে, লামুতে মোতায়েন হেলিকপ্টারের মেয়াদ গতমাসে শেষ হয়েছে। এমনকী, সেখানে মোতায়েন ভারতীয় সৈনিকদের ভিসা দিতেও অস্বীকার করছে মালদ্বীপ।
বিদেশমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয়দের ওয়ার্ক ভিসা দিতে মালদ্বীপ প্রশাসনের অস্বীকার করার প্রসঙ্গে প্রায় শ’খানেক অভিযোগ জমা পড়েছে। ওই আধিকারিকদের দাবি, ভারতের হাতে মালদ্বীপ প্রশাসনের জারি করা এমন নথি এসেছে যেখানে বলা হয়েছে, ভারতীয়দের আবেদন করাই উচিত হয়নি।
কেন্দ্রের কর্তারা জানিয়েছেন, সমস্যা সমাধানে যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে। তাঁদের দাবি, এখানে চাপসৃষ্টি করার কোনও প্রশ্ন নেই। তবে, সুষ্ঠু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা চলছে। এদিকে, মালদ্বীপ প্রশাসনের দাবি, গতকয়েক মাসে তারা অনেক ভারতীয়কে ভিসা মঞ্জুর করেছে। যদিও, তথ্য অন্য কথা বলছে।