(Source: ECI/ABP News/ABP Majha)
‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত
বালাসোর (ওড়িশা): সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূরপাল্লার সাব-সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত।
মঙ্গলবার, ওড়িশা উপকূলবর্তী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) তিন নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে এই পরীক্ষা চালানো হয়। এদিনের উৎক্ষেপণ ধরে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাঁচবার পরীক্ষা হল। এর আগে, ২০১৩ সাল থেকে চারবার পরীক্ষার মধ্যে একবারই তা সফল হয়েছিল।
এদিনের পরীক্ষাকে সফল বলে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, পরীক্ষার প্রতিটি বিভাগে সাফল্যের সঙ্গেই উতরেছে ‘নির্ভয়’। ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
প্রসঙ্গত, নির্ভয় ক্ষেপনাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার। এটি ৩০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এর ওজন প্রায় ১৫০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির গতি ০.৭ ম্যাক (শব্দের গতি)। শত্রু-রেডার এড়াতে এটি ভূমি থেকে মাত্র ১০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।