সংঘর্ষবিরতি: পাক দূতকে তলব করে প্রতিবাদ ভারতের, কথা ডিজিএমও স্তরেও
নয়াদিল্লি: সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি এবং ভারতীয় সেনা জওয়ানের অঙ্গচ্ছেদের তীব্র প্রতিবাদ জানাতে বুধবার পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে তলব করল কেন্দ্র।
এদিন সঈদ হায়দার শাহকে ডেকে পাঠান বিদেশমন্ত্রকের যুগ্মসচিব (পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত) গোপাল বাগলে। পাক দূতের কাছে পাক গুলিতে শহিদ ভারতীয় জওয়ানের দেহকে বর্বরোচিতভাবে অঙ্গচ্ছেদ করার প্রতিবাদ জানানো হয়।
সূত্রের খবর, ভারতের গোলাগুলিরও পাল্টা প্রতিবাদ জানিয়েছেন শাহ। তাঁর দাবি, ভারতের গোলাগুলিতে এখনও পর্যন্ত প্রায় ৫০ পাক নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। তিনি আরও জানান, ভারতের গুলির শিকার হয়ে বহু পাক সেনা জওয়ানও প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সীমান্তে গোলাগুলি ও সংঘর্ষবিরতি নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত ও পাকিস্তান। উভয়পক্ষই দাবি করছে, অন্যপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ভারী অস্ত্র ব্যবহার করার। যার জেরে দুদিকেই সেনা ও নীরিহ নাগরিকের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল, ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ জানাতে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়েছিল পাক বিদেশমন্ত্রক। সেখানে তিনি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর কাপুরুষোচিত আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
প্রসঙ্গত, গতকাল কাশ্মীরের মাছিল সেক্টরে ভারতীয় সেনার ৫৭-রাষ্ট্রীয় রাইফেলসের একটি টিম। সেই সময় জঙ্গিদের মুখোমুখি হয়ে যায় তারা। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
সেই সময় পাক সেনা ও জঙ্গিদের নিয়ে তৈরি ব্যাট-এর সদস্যরা, হঠাৎই ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাক সেনার গুলিতে মৃত্যু হয়, গানার মনোজ কে কুশওয়া, রাইফেলম্যান প্রভু সিংহ রাইফেলম্যান শশাঙ্ক কুমার সিংহর।
এই সুযোগে সীমান্তে পাকিস্তানের স্পেশাল ফোর্স ‘ব্যাট’ শহিদ এক ভারতীয় জওয়ানের দেহ ক্ষতবিক্ষত করে চলে যায়। চরম বর্বরতার নজির রেখে তাঁর অঙ্গচ্ছেদও করা হয়!
জবাবে, এদিন মাছিল সেক্টরেই ৩ পাকিস্তানি সেনাকে মারে ভারতীয় ফৌজ। পাক সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। মৃতদের মধ্যে পাকিস্তানের এক ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার রয়েছে বলে, সেনা সূত্রে খবর।
এই ঘটনার পরই, এদিন দু-দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) স্তরে বৈঠক বসে। জানা গিয়েছে, হটলাইনে ওই বৈঠকের জন্য ভারতের কাছে আবেদন করে পাকিস্তানই।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ পাকিস্তানকে সাফ জানিয়ে দেন, পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর থেকে এদেশে পাক বাহিনীর কোনওপ্রকার কার্যকলাপ বা জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করা হলে ভারতীয় ফৌজ তার মোক্ষম জবাব দেবে।
সূত্রের খবর, ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের প্রসঙ্গ উত্থাপন করে পাক ডিজিএমও-কে ভারত জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বা সীমান্তে পৈশাচিক কার্যকলাপ বন্ধ করতে। না হলে, ভারত জবাব দিতে তৈরি।