এক্সপ্লোর
বর্ষার পূর্বাভাস পেতে ৬০ মিলিয়ন ডলারের সুপার কম্পিউটার কিনছে ভারত

নয়াদিল্লি: এবার আরও পুঙ্খানুপুঙ্খভাবে আভাস পাওয়া যাবে, কবে আসতে চলেছে বর্ষা। পূর্বাভাস পেতে ৬০ মিলিয়ন ডলারের সুপার কম্পিউটার কিনতে চলেছে ভারত। কৃষিকাজের ওপরই নির্ভরশীল এদেশের অধিকাংশ মানুষ। তাই বর্ষার ওপরই গোটা বছর নির্ভর করে থাকতে হয় তাদের। এবার থেকে আরও উন্নতমানের তথ্যপ্রযুক্তির সাহায্যে জানা যাবে কবে দেখা পাওয়া যাবে বৃষ্টির। নয়া এই ত্রিমাত্রিক সুপার কম্পিউটার আরও সঠিক তথ্য দেবে। বিশেষজ্ঞদের মতে, এই পূর্বাভাস ভারতের কৃষিকাজের উন্নতিতে অনেকটাই সাহায্য করবে। পরিকল্পনা করে চাষাবাদ করতে পারবেন কৃষকরা। এতে বিভিন্ন প্রকার খাদ্যশস্য যেমন- চাল, গম, চিনি, তুলো প্রভৃতি উত্পাদিত শস্যের পরিমানও বৃদ্ধি পাবে। ভূ-বিজ্ঞান মন্ত্রকের শীর্ষ বৈজ্ঞানিক এম রাজীবন জানিয়েছেন, যদি সব ঠিকমতো চলে, তবে আগামী বছর অর্থাত্ ২০১৭-তেই স্ট্যাটিসটিক্যাল মডেলের পরিবর্তে ডায়নামিক মডেল অপারেশন চালু হবে। তিনি জানিয়েছেন, নয়া সিস্টেমটি চলতি সিস্টেমটির থেকে ১০ গুণ বেশি দ্রুত। তবে কোন সংস্থার পক্ষ থেকে সুপার কম্পিউটারটি নেওয়া হচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাননি রাজীবন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















