এক্সপ্লোর
সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট, ২০১৮-র সেপ্টেম্বর থেকে তথ্য পাবে ভারত
![সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট, ২০১৮-র সেপ্টেম্বর থেকে তথ্য পাবে ভারত India To Get Swiss Bank Ac Data From Sept 2018 Onwards সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট, ২০১৮-র সেপ্টেম্বর থেকে তথ্য পাবে ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/22195720/flag.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : বিদেশে কালো টাকা মজুতের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় পদক্ষেপ। সুইস ব্যঙ্কগুলিতে ভারতীয়দের অ্যাকাউন্ট সম্পর্কে ভারতকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য জানাতে রাজি হল সুইত্জারল্যান্ড। ২০১৮-র সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এই সময়ের আগে যে অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে অবশ্য কোনও তথ্য জানাবে না সুইত্জারল্যান্ড। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট সংক্রান্ত প্রথম তথ্য বিনিময় শুরু হবে ২০১৯-এর সেপ্টেম্বর থেকে।
এই তথ্য বিনিময়ের ব্যাপারে অটোমেটিক এক্সচেঞ্চ অফ ইনফরমেশন (এইওআই) রূপায়নের জন্য যৌথ ঘোষণাপত্রে এদিন স্বাক্ষর করেছে ভারত ও সুইতজারল্যান্ড। এই ঘোষণাপত্র অনুযায়ী, আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি নিয়ম অনুযায়ী দুই দেশ ২০১৮ থেকে তথ্য সংগ্রহ এবং ২০১৯ থেকে তা বিনিময়ের কাজ শুরু করবে। সুইতজারল্যান্ড যেখানে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিনিময় শুরু করতে রাজি হয়েছে, সেখানে ভারত ওই তথ্যের গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এর ফলে ২০১৯ থেকে সুইস ব্যাঙ্কগুলিতে সুইতজারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের অ্যাকাউন্টগুলিতে লেনদেন সম্পর্কে ভারত তথ্য জানতে পারবে। ২০১৮ এবং তারপর যে অ্যাকাউন্টগুলি খোলা হবে স্বয়ংক্রিয়ভাবে সেগুলি সম্পর্কে তথ্য জানা যাবে।
সুইতজারল্যান্ডের সঙ্গে স্বাক্ষরিত ঘোষণাপত্রকে বড়সড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া।
এইওআই রূপায়নে সুইজারল্যান্ডের দায়বদ্ধতা অনুযায়ীই ভারতের সঙ্গে এই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সেদেশের যুক্তরাষ্ট্রীয় আর্থিক বিভাগ।
উল্লেখ্য, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের কালো টাকা গচ্ছিত রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। সেখানকার ব্যাঙ্কিং নীতির কঠোর গোপনীয়তার সুযোগ নিয়ে এভাবে কালো টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)