এক্সপ্লোর
চিনের সঙ্গে সীমান্তে সংঘাত বাড়ালে, ফল ভোগ করতে হবে ভারতকে:চিনা সংবাদমাধ্যম

নয়াদিল্লি: ভারত যদি চিনের সঙ্গে সীমান্তে বিভিন্ন জায়গায় সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তার ফলও নয়াদিল্লিকে ভোগ করতে হবে, হুঁশিয়ারি চিনা সংবাদমাধ্যমের। এইমুহূর্তে সীমান্তে চিনের না না কার্যকলাপ নিয়ে চিন্তিত নয়াদিল্লি। গ্লোবাল টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের দ্রত উত্থানে চিন্তিত ভারত। বিশেষজ্ঞ মহলের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে এখনই দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা প্রয়োজন। প্রসঙ্গত, গত শুক্রবারই পিপিলস লিবারেশন আর্মি বা চিনা সেনা তিব্বতে এগারো ঘণ্টা একটি লাইভ-ফায়ার ড্রিল অনুশীলন করে। এরপর থেকেই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে দিল্লির কপালে। বরং এখন দুদেশেরই উচিত্, নিজেদের উন্নয়নের দিকে নজর দেওয়া। ভারত যেমন নজর দিচ্ছে তাদের উত্পাদন খাতে উন্নতিতে, তেমন বেজিংয়ের উচিত্ দেশের সার্বিক উন্নয়নের দিকে নজর দেওয়া, মত বিশেষজ্ঞদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















