এক্সপ্লোর
জঙ্গি হামলা চালিয়ে ভারতকে ভয় দেখানো যাবে না: প্রণব

নয়াদিল্লি: নাশকতা চালিয়ে ভারতকে দমানো যাবে না বলে জানিয়ে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। https://twitter.com/RashtrapatiBhvn/status/777461121137582080 এদিন উত্তর কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রপতি বলেন, এই সব হামলা করে ভারতকে ভয় দেখানো যাবে না। আমরা জঙ্গি ও তাদের মদতদাতাদের সব দুরভিসন্ধি নষ্ট করে ছাড়ব। https://twitter.com/RashtrapatiBhvn/status/777456630489165824 এদিন হামলায় নিহত বীর সেনা জওয়ানদেরও শ্রদ্ধা জানান প্রণববাবু। রাষ্ট্রপতি বলেন, যাঁরা দেশের জন্য চূড়ান্ত বলিদান দিলেন, তাঁদের পরিবারকে গভীর সমবেদনা। একইসঙ্গে, হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। https://twitter.com/RashtrapatiBhvn/status/777456907212713984
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















