নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে কর্তৃত্ব করছে ভারতীয় সেনা, দাবি জেটলির
![নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে কর্তৃত্ব করছে ভারতীয় সেনা, দাবি জেটলির Indian Army Has Domination Over Loc And Ib In J K Jaitley নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে কর্তৃত্ব করছে ভারতীয় সেনা, দাবি জেটলির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/03210231/Arun-Jaitley-PTI-8.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণেরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাবাহিনী কর্তৃত্ব বজায় রেখেছে বলে আশ্বাস দিলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পুরোদমে প্রস্তুত সেনা।
জেটলি জানান, পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এমন (খারাপ) যে, প্রশাসনকে কাশ্মীরে তারা বাধ্য হয়ে ‘উত্তেজনা’ সৃষ্টি করে চলেছে। তিনি যোগ করেন, ভারত সর্বদাই আলোচনার পথ খোলা রেখেছে।
সম্প্রতি, পাথর-ছোড়ার মোকাবিলা করতে, এক সেনা অফিসারের নির্দেশে এক বিক্ষোভকারীকে জিপের সামনে বেঁধে ঘোরানো হয়। এই পদক্ষেপের সমর্থন করেছেন জেটলি। জানান, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেই সম্ভবত তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের কর্তৃত্ব অটূট। জেটলি জানান, সীমান্তে অনুপ্রবেশ রুখতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে সেনা। তিনি আশ্বাস দেন, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি সুরক্ষিত।
জেটলির দাবি, ভারত সর্বদা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু, উরি ও পঠানকোটের মত ঘটনা ঘটলে, তখন সেই পথ বন্ধ করা ছাড়া কোনও উপায় থাকে না। তিনি জানান, সীমান্তপার সন্ত্রাস রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সেনা।
ভারতীয় সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদ করার খেসারত পাকিস্তানকে দিতে হবে বলেও জানিয়ে দেন তিনি। জেটলি বলেন, আমাদের সেনা জওয়ান (প্রতিকূলতার মোকাবিলার জন্য) সর্বদা প্রস্তুত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)