এক্সপ্লোর
Advertisement
এবার অস্ট্রেলিয়ায় জাতিবিদ্বেষের শিকার ভারতীয় গাড়ি চালক
তিরুঅনন্তপুরম: অস্ট্রেলিয়ায় আক্রান্ত হলেন কেরলের এক ট্যাক্সি চালক। স্থানীয় সময় রবিবার ভোরে লি ম্যাক্স নামে ওই ট্যাক্সি চালকের ওপর হামলা চলেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর বুকে ও মুখে গভীর ক্ষত রয়েছে।
লির বাড়ি কেরলের কোট্টায়ামে। তিনি তাঁর পরিজনদের জানিয়েছেন, তাসমানিয়ার হোবার্ট শহরে ট্যাক্সি চালাচ্ছিলেন তিনি। ম্যাকডোনাল্ডের একটি আউটলেটের সামনে গাড়ি দাঁড় করান। দেখেন, কয়েকজন অল্পবয়সি ছেলে ম্যাকডোনাল্ডের এক কর্মচারীর সঙ্গে ঝগড়া করছে। কিন্তু তাঁকে দেখেই তাদের নজর তাঁর দিকে ঘুরে যায়।
অভিযোগ, কালো টি শার্ট পরা একজন তাঁকে জাতিবিদ্বেষ মূলক গালাগালি করতে থাকে। কোনও প্ররোচনা ছাড়াই তাঁর ওপর হামলা করে সে। বাকি ২জনও তার সঙ্গে যোগ দেয়, তাঁকে প্রচণ্ড মারধর করতে থাকে। যাওয়ার আগে তাঁর রক্তাক্ত ক্ষতগুলিতে তারা জল ঢেলে দিয়ে যায়।
লি জানিয়েছেন, ৮ বছর ধরে হোবার্টে রয়েছেন তিনি, কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাঁর ওপর যখন হামলা চলছিল, কেউ ঠেকাতে এগিয়ে আসেননি বলে তিনি অভিযোগ করেছেন।
পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ওই গাড়ি চালককে। তিনি জানিয়েছেন, এর আগেও এখানে এমনই এক ভারতীয় গাড়ি চালক বিদ্বেষের শিকার হন কিন্তু ওই ব্যক্তি পুলিশে অভিযোগ করতে রাজি হননি।
লি বলেছেন, অস্ট্রেলিয়ার জাতিগত পরিবেশ দ্রুত বদলাচ্ছে। অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ফলে এটা ঘটছে। কিন্তু ওই ছেলেরা কেন তাঁকে এভাবে মারধর করল, সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement