এক্সপ্লোর
Advertisement
আপাতত ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হল না ভারতীয়র
নয়াদিল্লি: আপাতত মৃত্যুদণ্ড কার্যকর হল না ইন্দোনেশিয়ায় বন্দি ভারতীয় নাগরিক গুরদীপ সিংহ-এর। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, গুরদীপের মৃত্যুদণ্ড ঠেকাতে সমস্তরকম আইনি প্রক্রিয়া চালাবে ভারত। প্রসঙ্গত, গতকাল রাতে মাদক পাচারের অপরাধে দোষী গুরদীপের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।
স্বরাজ টুইটারে জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল রাতে গুরদীপের মৃত্যুদণ্ড হয়নি।
যদিও ফায়ারিং স্কোয়াডের গুলিতে চার অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হলেও কেন ওই ভারতীয়কে ছাড়া হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। গুরদীপ সহ ১০ জনের মৃত্যুদণ্ড রদ করা হয়েছে।
উল্লেখ্য, ৩০০ গ্রাম হেরোইন পাচারের অপরাধে ২০০৪-এর ২৯ অগাস্ট গ্রেফতার হয় পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা গুরদীপ। ২০০৫-এ গুরদীপকে মৃত্যুদণ্ড দেয় ইন্দোনেশিয়ার একটি কোর্ট। ইন্দোনেশিয়া প্রশাসনের কাছে গুরদীপের মৃত্যুদণ্ড মকুব করার আর্জি জানিয়েছিলেন তার স্ত্রী কুলবিন্দর কৌর। কৌর বলেন, ১৪ বছর জেলে কাটিয়েছে তাঁর স্বামী। গুরদীপ তার অপরাধের জন্য অনুতপ্ত। কৌর এও জানিয়েছেন, মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে বন্ধ হওয়ার পর আজ সকালে দুবার স্বামীর সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে স্বরাজ তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। আশ্বস্ত করেছেন সরকার সবরকমভাবে তাদের পাশে থাকবে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল জানিয়েছিলেন, এ বিষয় নিয়ে কথা বলতে ইন্দোনেশিয়ার বিদেশ দফতরে যান ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement