এক্সপ্লোর
রেলে চাকরির অনলাইন পরীক্ষা বাঁচাল চার লক্ষ গাছ, ৩১৯ কোটি পাতা কাগজ

নয়াদিল্লি: রেলে চাকরির পরীক্ষা মানেই বিভিন্ন ভাষায় মোটা একটা প্রশ্নপত্র। এটাই ছিল এতদিনের দস্তুর। কিন্তু এই প্রথায় ছেদ পড়েছে এবার। বুকলেটের পরিবর্তে অনলাইনে নেওয়া হল নিয়োগ পরীক্ষা। পরিবেশবান্ধব এই উদ্যোগে বাঁচল চার লক্ষ গাছ ও ৩১৯ কোটি পাতা কাগজ। প্রিলিমিনারি, লিখিত এবং অপ্টিটিউড ও টাইপিং-এই তিন ধাপের পরীক্ষা এই প্রথম অনলাইনে নিল রেল। রেলের নিয়োগ প্রথায় বেনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এই বেনিয়ম দূর করার লক্ষ্যেই রেল বিশ্বের বৃহত্তম অনলাইন পরীক্ষা নিল। বিভিন্ন বিভাগে ১৪ হাজার কর্মী নিয়োগের জন্য ৩৫১ টি কেন্দ্রে ৯২ লক্ষ প্রার্থী পরীক্ষা দিলেন। তাঁদের মধ্যে ২.৭৩ লক্ষ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ১৭ থেকে ১৯ জানুয়ারি উত্তীর্ণদের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও করণিক পদের জন্য লিখিত পরীক্ষায় ডাকা হয়। তৃতীয় তথা চূড়ান্ত পর্বের জন্য ৪৫ হাজার প্রার্থী সফল হয়েছেন। ২৯ ও ৩০ জুন মনস্তাত্ত্বিক ও টাইপিং দক্ষতার পরীক্ষা নেওয়া হয় বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন। ডিজিটাল ব্যবস্থার দৌলতে নিয়োগ প্রক্রিয়ার এই দুটি পরীক্ষাই একদিনে নেওয়া সম্ভব হয়েছে। পূর্বেকার ব্যবস্থায় এক্ষেত্রে প্রায় দু মাস সময় লেগে যেত। অনলাইন পরীক্ষায় সময় ও সম্পদ অনেক বেঁচেছে। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছ্বতা এসেছে বলে দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















