এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদে ফিরলেন সৌদি আরবে ‘প্রহৃত, যৌন নিগৃহীত’ ভারতীয় মহিলা
হায়দরাবাদ: তীর্থ করানোর প্রতিশ্রুতি দিয়ে পাচার করা হয় সৌদি আরবে। বলা হয়েছিল, তীর্থ শেষ হলে মিলবে ২৫,০০০ টাকা মাস মাইনের চাকরি। রিয়াধে পৌঁছে হায়দরাবাদের মহিলা দেখলেন, সব প্রতিশ্রুতি ভুয়ো। তীর্থ তো দূরের কথা, নিয়মিত মারধর করা হয় তাঁকে।
অভিযোগকারিণীর নাম হুমেরা বেগম। ২৩ জুলাই রিয়াধ যান তিনি। যে এজেন্টের সঙ্গে কথা হয়, সে তাঁকে বলেছিল, উমরাহ করার সুযোগ পাবেন।
উমরাহ হল তীর্থ করতে মক্কায় যাওয়া, যা বছরে যে কোনও সময় যাওয়া যায়, হজের মত নয়, যা হয় একটি নির্দিষ্ট সময়ে।
এছাড়া তাঁকে বলা হয়, ছোট একটি পরিবারের কেয়ারটেকারের কাজ দেওয়া হবে তাঁকে, মাইনে হবে মাসে ২৫,০০০ টাকা।
কিন্তু রিয়াধে পৌঁছে হুমেরা দেখলেন, পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। উমরাহ তো হলই না, যে বাড়িতে কাজ মিলল, সেখানে রোজ নিগৃহীত হতে হত তাঁকে। খাবার দেওয়া হত না, মারধর করা হত। বাড়িতে ফোন করতেও পারতেন না তিনি। যখন খাবার পরিবেশন করতেন, তখন তাঁর হাত ধরে টানাটানি করত বাড়ির লোকেরা।
বোনের কোনও খবর না পেয়ে গত মাসে হুমেরার দিদি যোগাযোগ করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। ভারতীয় দূতাবাস তাঁর দেশে ফেরার ব্যবস্থা করে।
বিদেশ মন্ত্রককে ধন্যবাদ দিয়ে হুমেরা জানিয়েছেন, আরও জনাপনেরো মহিলা ওভাবেই রিয়াধে বন্দি রয়েছেন। পালানোর চেষ্টা করছেন তাঁরা কিন্তু উপায় নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement