এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লক্ষ, 'দ্বিতীয় ঢেউ'-এর আতঙ্কে মহারাষ্ট্র
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৮,৬০০ জন। মৃত ১১২৪। আতঙ্ক ধরিয়ে দেওয়ার মত এই সংখ্যাটা জানাচ্ছে নতুন রেকর্ডের কথা। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬০ লাখ।
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৮,৬০০ জন। মৃত ১১২৪। আতঙ্ক ধরিয়ে দেওয়ার মত এই সংখ্যাটা জানাচ্ছে নতুন রেকর্ডের কথা। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬০ লাখ।
পরিসংখ্যান অনুযায়ী এখন গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৯৯২,৫৩৩। করোনা আক্রান্ত সাড়ে ৯ লাখেরও বেশি মানুষ। সেই সঙ্গে অবশ্য কিছুটা স্বস্তি রয়েছে সুস্থতার হারে। করোনা থেকে সেরে ওঠার সংখ্যাটা ৪৯,৪১,৬২৮ জন। গতকাল সংক্রমণের শতাংশ ছিল ৬.৩। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৯-এ। নতুন করে মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ুতে থাবা বসাচ্ছে কোভিড।
গোটা দেশের মধ্যে সবচেয়ে খারাপ করোনা পরিস্থিতি মহারাষ্ট্রে। আজ সেখানে নতুন করে ২০,৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে তামিলনাড়ু। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনার এই 'দ্বিতীয় ঢেউ' চিন্তাপ্রকাশ করেছেন। বিশেষ করে যারা উপসর্গহীন আক্রান্ত তাদের থেকেও ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস। পরিস্থিতি নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন কেরল ও উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement