এক্সপ্লোর
Advertisement
১০০ মিনিটে ২০০ কিমি! দিল্লি থেকে আগ্রায় গতিমান এক্সপ্রেস
নয়াদিল্লি: বুলেটের জায়গায় সেমি-বুলেট। পথে নামল গতিমান এক্সপ্রেস। মঙ্গলবার নয়াদিল্লিতে দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
আগামী ৬ তারিখ থেকে সপ্তাহে ৬দিন সকাল ১০টায় ছাড়বে দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ২০০ কিলোমিটার পথ মাত্র ১০০ মিনিটে। শুক্রবার চলবে না গতিমান।
কী বিশেষত্ব গতিমানের?
রেল সূত্রে খবর, আগের সব ট্রেনের তুলনায় অনেক বেশি আরামদায়ক গতিমান। যাত্রীদের জন্য জায়গা বেশি। পরিষেবাও বেশি। বিমানের মতো এখানে থাকবে ট্রেন হস্টেস। এছাড়াও যাত্রীদের জন্য থাকবে আলাদা আলাদাভাবে টিভি দেখা বা গান শোনার ব্যবস্থা। কামরায় থাকবে হটস্পট সিস্টেম। যার সাহায্যে বিনা পয়সায় দ্রুত ইন্টারনেট পরিষেবা পাবেন যাত্রীরা।
শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলির চেয়ে গতিমানের ভাড়া হবে ২৫ শতাংশ বেশি। গতিমান এক্সপ্রেসে থাকবে ৮টি এসি চেয়ার-কার যুক্ত কামরা। ভাড়া হবে ৭৫০ টাকা ও ২টি এসি এক্সিকিউটিভ ক্লাস কামরা। ভাড়া ১৫০০ টাকা।
প্রভু বলেছেন, এই ট্রেন পরিষেবা শুরু রেলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Delhi: Railway Minister Suresh Prabhu flags off India’s First Semi-High Speed Train 'Gatimaan Express' pic.twitter.com/NE2t5RLX1v
— ANI (@ANI_news) April 5, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement