এক্সপ্লোর
Advertisement
যাত্রী নিগ্রহে মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেও অভিযুক্ত কর্মীর হয়ে সাফাই ইন্ডিগোর
নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর কর্মীদের হাতে এক যাত্রীর হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু। তিনি বলেছেন, সভ্য সমাজে এ ধরনের মারধরের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মন্ত্রী।
অসামরিক বিমান পরিবহণমন্ত্রক ইন্ডিগোর কাছ থেকে রিপোর্ট চেয়েছে। রাজু বলেছেন, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কোনও পদ্ধতি লঙ্ঘিত হয়েছে কিনা তা খতিয়ে দেখবে।কেননা, ঘটনাটি ঘটেছে সিকিউরিটি এরিয়ায়।
ঘটনার জন্য ইন্ডিগো সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে। যদিও সংস্থার সাফাই, তাদের অভিযুক্ত কর্মী নিজের দায়িত্ব পালন করেছেন।
রাজুকে লেখা চিঠিতে ইন্ডিগোর প্রেসিডেন্ট তথা সর্বক্ষণের ডিরেক্টর আদিত্য ঘোষ নিজেদের ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ওই দুঃখজনক ঘটনার জন্য তাঁরা শুধু ক্ষমাপ্রার্থীই নয়, উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ঘোষ আরও বলেছেন, ঘটনার দিনই সংশ্লিষ্ট যাত্রীর কাছে সংস্থা ক্ষমাপ্রার্থনা করেছে। ওই ঘটনায় যে কর্মী জড়িত ছিলেন তাঁকে সাসপেন্ডও করা হয়েছে।
চিঠিতে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে ঘোষ সংস্থার যে কর্মীকে ভিডিওতে দেখা গিয়েছ, তাঁর পক্ষেও কথা বলেছেন। ঘোষ বলেছেন, ওই কর্মী তাঁর কর্তব্য পালন করছিলেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছিলেন তিনি। কোনও দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে ইন্ডিগোর কর্মী সংশ্লিষ্ট যাত্রীকে ক্যাটারিং লিফ্ট থেকে দূরে সরে যেতে বলেছিলেন। বিমানের শব্দে সম্ভবত সে কথা শুনতে পাননি ওই যাত্রী।তাই উঁচু গলায় ওই যাত্রীকে সরে যেতে বলা হচ্ছিল। ওভাবে জোরে কথা বলাটা সম্ভবত অভব্য মনে হয়েছিল ওই যাত্রীর। তিনি তখন ইন্ডিগোর ওই কর্মীকে গালাগালি দিতে শুরু করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওই কর্মী যাত্রীর কাছে জানতে চান যে, কেন তিনি গালাগালি করছেন।
ওই কর্মী ও যাত্রীর তর্কাতর্কির পরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি করেছে ইন্ডিগো।
ঘটনাটি যখন ঘটছে তখন সেখানে উপস্থিত ইন্ডিগোরই এক কর্মী সেটা ক্যামেরাবন্দি করেন। বিষয়টি জানিয়ে তিনি কর্তৃপক্ষকে ভিডিওটি দেখান। ওই কর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে ঘোষ বলেছেন, ওই কর্মী পুরো ঘটনায় উস্কানি দিয়েছেন।
উল্লেখ্য, চেন্নাই থেকে ইন্ডিগোর বিমানে দিল্লিতে নেমেছিলেন রাজীব কাটিয়াল। দিল্লি বিমানবন্দরে নেমে ইন্ডিগোর কর্মীদের হাতে এ ভাবে হেনস্থা হতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। কী ভাবে তাঁকে হেনস্থা করা হয়েছিল তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সেই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement