এক্সপ্লোর
Advertisement
ছেলে মিখাইল বোন শীনার সম্পত্তি পান, চান না ইন্দ্রাণী
মুম্বই: শীনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় চান না, তাঁর পরিত্যক্ত সন্তান মিখাইল বোরা পৈত্রিক সম্পত্তিতে শীনার ভাগ পান। বিশেষ সিবিআই আদালতে তিনি এ কথা জানিয়েছেন।
শীনার মৃত্যুর পর পুরো পৈত্রিক সম্পত্তির মালিকানাই আইনত তাঁর। এই দাবিতে শীনার দাদা মিখাইল গুয়াহাটি আদালতে আবেদন করেন। আদালত শীনা-মিখাইলের মা ইন্দ্রাণীকে নির্দেশ দেয়, আপত্তি থাকলে তিনি সে কথা আদালতকে জানান।
ইন্দ্রাণী আদালতে জানিয়েছেন, দিদিমার সম্পত্তিতে শীনার ভাগে মিখাইলের অধিকার রয়েছে বলে মিখাইলের যে দাবি, তার বিরোধিতা করবেন তিনি। ২০১৫-র অক্টোবরে মারা যান ইন্দ্রাণীর মা দুর্গারানি। তার ৩ বছর আগে তিনি যে উইল করেন, তাতে একখণ্ড জমি, একটি দোতলা বাড়ি ও গুয়াহাটিতে দুটি বাড়ি দিয়ে যান শীনা-মিখাইলকে। ইন্দ্রাণীর বক্তব্য, তাঁর মা কোথাও বলেননি, শীনার মৃত্যু হলে তাঁর ভাগ মিখাইল পাবেন।
মিখাইল তাঁর আবেদনে বলেন, ২০০৯-এ করা একটি উইল রদ করে ২০১২-য় নতুন উইল করেন তাঁদের দিদিমা। তাতে সম্পত্তির একটি বড় অংশ তাঁকে দিয়ে যান।
মেয়ে শীনাকে খুনের দায়ে ২ বছর আগে গ্রেফতার হন ইন্দ্রাণী ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। শীনা-মিখাইলের বাবা অবশ্য সঞ্জীব নন, তাঁরা ইন্দ্রাণীর আগের বিয়ের সন্তান। পরে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ইন্দ্রাণীর বর্তমান স্বামী ও প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement