এক্সপ্লোর
Advertisement
ডোকালাম: চিন সীমান্ত বরাবর পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় সেনাবাহিনীর কনক্লেভে
নয়াদিল্লি: চিনের সঙ্গে ডোকালাম নিয়ে সংঘাতের রেশ মিলিয়ে যায়নি। এবার প্রতিরক্ষামন্ত্রক প্রায় ৪ হাজার কিমি দীর্ঘ চিন-ভারত সীমান্তে পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার সিদ্ধান্ত নিল। এর মধ্যে বিতর্কিত এলাকাও রয়েছে।
সরকারি সূত্রের খবর, সেনা কমান্ডারদের সম্মেলনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ডোকালামের ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি কথা হয়েছে দেশের উত্তর সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য চ্যালেঞ্জগুলির ব্যাপারেও। সম্মেলনে ছিলেন সেনাবাহিনীর শীর্ষ কর্তারাও।
ডিরেক্টর জেনারেল স্টাফ ডিউটিজ লেফটেন্যান্ট জেনারেল বিজয় সিংহ কনক্লেভের ব্যাপারে সাংবাদিকদের জানান, উত্তর সীমান্তে রাস্তা নির্মাণে যথেষ্ট গতি আনা হবে বলে সেখানে স্থির হয়েছে। পরিকাঠামোয় জোর দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, নিতি, লিপুলেখ, থাংলা ১ ও সাংচোখলার দিকে চারটি পাসকে অগ্রাধিকারের ভিত্তিতে ২০২০-র মধ্যে যুক্ত করা হবে। চারটি পাসই উত্তরাখণ্ডে।
যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনার অপারেশনে নামার প্রস্তুতি আরও মজবুত করার দিকে নজর দিচ্ছে সেনা কর্তৃপক্ষ, ইঙ্গিত দেন তিনি। জানান, বর্তমান শক্তি, ক্ষমতা বাড়াতে কোনও কোনও জায়গায় সাংগঠনিক বিন্যাসে বদল ঘটানোর বিষয়টিও বিচার করেছেন সেনা কমান্ডাররা।
প্রসঙ্গত, সোমবার শুরু হওয়া সপ্তাহব্যাপী কনক্লেভে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কমান্ডারদের সব সময় যে কোনও পরিস্থিতির সামনাসামনি হওয়ার জন্য তৈরি থাকতে নির্দেশ দেন। এজন্য অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম সংগ্রহে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।
সম্মেলনে ভাষণ দিয়ে দেশের বাইরের ও ভিতরের বিপদ মোকাবিলায় সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার ক্ষমতারও প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement