মণিপুর: ইবোবির কাছে হার, সক্রিয় রাজনীতিকে বিদায় ইরম শর্মিলার
ইম্ফল: পারলেন না ইরম শর্মিলা। তিনি হেরে গেলেন মুখ্যমন্ত্রী ইবোবি সিংহের কাছে। কংগ্রেস প্রার্থী ইবোবি তাঁকে বিশাল ভোটের ব্যবধানে পরাস্ত করেছেন। ইবোবি পেয়েছেন ১৫ হাজারের বেশি ভোট। মাত্র ৯০ টি ভোট পেয়েছেন শর্মিলা। যার পরই রাজনীতিকে বিদায় জানানোর ঘোষণা করলেন এই সমাজকর্মী।
তিনবারের মুখ্যমন্ত্রী ইবোবিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন দু দশকের বেশি সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফস্পা বাতিলের দাবিতে অনশন প্রত্যাহার করে মূল স্রোতের রাজনীতিতে আসা মানবাধিকার কর্মী শর্মিলা। তাঁকে ভোটে জেতাতে ডাক দিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। আর্থিক সাহায্যও করেছিলেন। কিন্তু শর্মিলা কোনও দাগই কাটতে পারলেন না। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী লেইথানথেম বসন্ত সিংহ।
Manipur CM Okram Ibobi Singh has won from Thoubal seat #ElectionResults pic.twitter.com/yaCIai2h8j
— ANI (@ANI_news) March 11, 2017
পিপলস রিসারজেন্স অ্যান্ড জাস্টিস পার্টি (পিআরজিএ) প্রতিষ্ঠাতা শর্মিলা থাউবল ছাড়াও লড়ছেন খুরাই আসন থেকে। শর্মিলা অবশ্য এদিন গণনা শুরুর সময় দাবি করেন, রাজ্যে অন্য দলগুলি ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও পেশীবল ব্যবহার করেছে। তিনি হেরে গেলেও হতাশ হবেন না। ২০১৯-এর সাধারণ নির্বাচনে লড়বেন।
তবে, ফল ঘোষণার পরই ‘লৌহমানবী’র গলায় ধরা পড়ে অন্য সুর। বলেন, আমি দেশের রাজনৈতিক ব্যবস্থায় হতাশ। আমি সক্রিয় রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। জানান, আপাতত তিনি মনকে প্রশমিত করতে দক্ষিণ ভারতে যাচ্ছেন।
যদিও, একইসঙ্গে মনে করিয়ে দেন, রাজনীতি ছাড়লেও, তিনি তাঁর লড়াই ছাড়ছেন না। বলেন, আফস্পার বিরুদ্ধে আমি আমার লড়াই চালিয়ে যাব। এবার আমি সমাজকর্মী হিসেবে লড়াই চালাব।