এক্সপ্লোর
Advertisement
আইএস যোগ: কেরল থেকে নিখোঁজ ২১ জন, জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন
তিরুঅনন্তপুরম: কেরল থেকে মোট ২১ জন বর্তমানে নিখোঁজ। কেরল বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
পেশ করা তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিখোঁজদের মধ্যে ১৭ জন কসরাগোড়ের বাসিন্দা এবং চারজন পলাক্কড়ের। এদিন বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না। তিনি যোগ করেন, তার সরকার এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না যাতে রাজ্যে মুসলিম-বিরোধী ভাবাবেগ বৃদ্ধি পায়।
বিজয়ন জানান, কসরাগোড় থেকে নিখোঁজদের তালিকায় চারজন মহিলা এবং তিনজন শিশু রয়েছে। এছাড়া, পলাক্কড় থেকে নিখোঁজদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। জানা গিয়েছে, সকলেই বিভিন্ন কারণ দেখিয়ে রাজ্য ছাড়েন। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে সিরিয়া ও আফগানিস্তান গিয়েছে।
বিজয়ন আশ্বাস দেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে কেরল প্রশাসন। প্রসঙ্গত, গতকালই কসরাগোড়ের বাসিন্দা ফিরোজ নামে এক ব্যক্তিকে মুম্বই বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি জানান, এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য সরকার। বিজয়নের দাবি, যে কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর রাজ্য।
বিজয়ন জানান, কিছু বিচ্ছিন্নতামনস্ক মানুষের জন্য গোটা সম্প্রদায়ের ওপর সন্দেহের তির উঠছে। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করতে হবে। এর জন্য সমাজের সব স্তরের মানুষের কাছেও সহযোগিতা চান তিনি। প্রসঙ্গত, কেরলের একটি বড় অংশ মানুষই মুসলিম সম্প্রদায়ভুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement