এক্সপ্লোর
Advertisement
শ্রীহরিকোটা থেকে ইসরোর সফল উত্ক্ষেপণ ভারতের ষষ্ঠ আই ইন দ্য স্কাই, কার্টোস্যাট-টু সহ ৩১টি উপগ্রহের
নয়াদিল্লি: প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিদিন সম্পর্ক যত জটিল হচ্ছে, ততই নয়াদিল্লির তরফে বাড়ছে নজরদাড়ির মাত্রা। প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণে রাখতে আজ সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতীয় স্পেস এজেন্সি ইসরোর তত্ত্বাবোধানে সফলভাবে উত্ক্ষেপণ করা হল ভারতের ষষ্ঠ আই ইন দ্য স্কাই নামক উপগ্রহটির। এই উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ রেখার কাছে সার্জিক্যাল স্ট্রাইকের মতো আক্রমণ চালানো হলে, তার তত্ক্ষনাৎ ছবি চলে আসবে ভারতের হাতে।
কার্টোস্যাট-টু ভারতকে ৫০০ কিমি উচ্চতা থেকে প্রদক্ষিন করবে। সেখান থেকে শত্রু এলাকায় কতগলো সেনা ট্যাঙ্ক মোতায়েন রয়েছে, সেটা গুনতেও সক্ষম হবে এই উপগ্রহটি।
তবে ভারতের কাছে এধরনের পাঁচটি উপগ্রহ এরমধ্যেই রয়েছে। তাহলে ষষ্ঠ এই উপগ্রহের প্রয়োজন কেন পড়ল? এপ্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ডক্টর এ.এস.কিরণ কুমারের দাবি, যে উপগ্রহগুলো ভারতের কাছে আগে থেকেই ছিল, সেগুলো মোটেই প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্যে যথেষ্ট ছিল না। সেই জন্যে সীমান্ত এলাকার ছবি অন্য সূত্র থেকে ভারতীয় সেনা বাহিনীকে কিনতে হয়েছিল। উচ্চমানের ছবি সংগ্রহের জন্যে মূলত নয়া এই উপগ্রহের প্রয়োজন ছিল। অন্তত সারা দেশের পূর্নাঙ্গ ছবি বছরে একবার পেতে, এই উপগ্রহের ভূমিকা অনস্বীকার্য। প্রসঙ্গত, আগামী দিনে সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চমানের ছবির চাহিদা আরও বাড়বে, মত ইসরোর চেয়ারপার্সনের।
কার্টোস্যাট-টু উপগ্রহটি বয়ে নিয়ে গেছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা হল ৪৪ মিটার লম্বা, ৩২০ টন রকেটের ৪০তম ফ্লাইট।
এছাড়া পিএসএলভি আজ ১৫টি দেশের ছোট ছোট ৩১টি উপগ্রহও নিয়েও সফলভাবে মহাকাশযাত্রা করেছে। ৩১টি উপগ্রহের মধ্যে ২৯টিই বিদেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement