নোট বাতিল: কেন্দ্রের শ্বেতপত্র দাবি কংগ্রেসের, পাল্টা কটাক্ষ বিজেপির
পুণে ও নয়াদিল্লি: ডিমোনেটাইজেশন নিয়ে এবার কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করল কংগ্রেস। একইসঙ্গে নোট বাতিলকে ‘দেশের বৃহত্তম কেলেঙ্কারি’ উল্লেখ করে যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবিও তুলল প্রধান বিরোধী দল।
এদিন, প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেন, আমরা জানতে চাই, নোট বাতিল নিয়ে কার সঙ্গে আলোচনা করেছে কেন্দ্র। সরকারের উচিত এই বিষয়ে শ্বেতপত্র পেশ করা। পাশাপাশি, তিনি আরও যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে এই গোটা বিষয়টি তদন্ত করার দাবিও তোলেন।
নোট বাতিলকে ‘দেশের বৃহত্তম কেলেঙ্কারি’ উল্লেখ করে দিগ্বিজয়ের অভিযোগ, এর (নোট বাতিল) ফলে বিজেপির লোকেরা কালো টাকাকে সাদা করেছে। তাঁর আরও অভিযোগ, এই সিদ্ধান্ত নিয়ে কিছুই জানতেন না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম।
এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা জানান, নিজেরা ‘কেলেঙ্কারি ও দুর্নীতির সরকার’ চালিয়েছে বলে এখন চারদিকে কেলেঙ্কারি দেখছে কংগ্রেস। তাঁর মতে, নোট বাতিলের ফলে কংগ্রেস ঘাবড়ে গিয়েছে।
তিনি বলেন, জীপ হোক বা হেলিকপ্টার, সর্বত্র দুর্নীতি করার পর এখন কংগ্রেস চারদিকে কেলেঙ্কারি দেখতে পাচ্ছে। মাটির নীচের জিনিস (কয়লা) থেকে শুরু করে আকাশ (চপার) ওরা সব জায়গায় দুর্নীতি করেছে বলে পাল্টা দাবি করেন শ্রীকান্ত।