এক্সপ্লোর
নোট বাতিলের পর বন্টন করা হয়েছে ৪.২৭ লক্ষ কোটি টাকা, জানাল আরবিআই

মুম্বই: নোট বাতিলের পর বিভিন্ন ব্যাঙ্ক ও এটিএমের মাধ্যমে ৪.২৭ লক্ষ কোটি টাকা বন্টন করা হয়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, ‘খুব শীঘ্রই’ মহাত্মা গাঁধী (নতুন) সিরিজের ৫০০ টাকার নোট জারি করা হবে। এতে ইনসেট লেটার থাকছে না। নোটে থাকবে গভর্নর উর্জিত পটেলের সই। উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর কেন্দ্রীয় ব্যাঙ্ক বাতিল নোটগুলি জমা ও বদলে নেওয়ার বন্দোবস্ত করে। এছাড়াও বিভিন্ন ধরনের নোট ব্যাঙ্ক ও এটিএম থেকে সরবরাহের ব্যবস্থাও করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, ১০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাঙ্কগুলির কাউন্টার ও এটিএমের মাধ্যমে ৪,২৭,৬৮৪ কোটি টাকা বন্টন করেছে। উল্লেখ্য, বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ১১.৮৫ লক্ষ কোটি বাতিল নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















