নীবর মোদীকে হিসেব-বহির্ভুত টাকা দিয়েছেন? আয়কর নোটিস পাঠাল অভিষেক মনু সিঙ্ঘভির স্ত্রীকে
নয়াদিল্লি: ১১,৪০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির কিংপিন নীরব মোদীকে হিসেব-বহির্ভুত টাকা দেওয়ার জন্য কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির স্ত্রীকে নোটিস পাঠাল আয়কর দফতর।
খবরে প্রকাশ, বেশ কয়েকজন ‘হাই-ভ্যালু’ গ্রাহকদের জন্য পৃথক লেজার ও ইনভয়েস রাখতেন নীরব। সেই তালিকায় বেশ কয়েকটি আর্থিক লেনদেনে নাম রয়েছে অনিতা সিঙ্ঘভির।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৪ সালের ২০ মে ও ২১ অগাস্ট এবং ২০১৫ সালের ১৭ জানুয়ারিতে অনিতার নামে এমন কিছু লেনদেনের হদিশ মিলেছে। সেখানে অনিতার প্যান নম্বরেরও উল্লেখ রয়েছে। ওই লেনদেন চেকে করা হয়।
খবরে প্রকাশ, নীবর মোদীর দফতর থেকে বাজেয়াপ্ত কম্পিউটার থেকে একটি ফোল্ডারের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখানে মূলত ‘হিসেব-বহির্ভুত’ লেনদেনের খতিয়ান রয়েছে। অভিযোগ, একই পণ্যের জন্য একাধিকবার এন্ট্রি করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৪.৮ কোটি টাকা।
এই অভিযোগের কথা অবশ্য সরাসরি অস্বীকার করেছেন অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর দাবি, এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। ফলে, তা স্বীকার করারও কোনও প্রশ্ন নেই।