এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের বান্দিপোরায় খতম ২ জঙ্গির কাছ থেকে উদ্ধার ২,০০০ টাকার নোট
শ্রীনগর: জম্মু কাশ্মীরের বান্দিপোরায় সেনার হাতে নিকেশ ২ জঙ্গির কাছ থেকে কয়েকটি ২,০০০ টাকার নোট উদ্ধার করেছে সেনা ও পুলিশ। সেনাবাহিনী খবর পায়, স্থানীয় হানজান এলাকায় ২ জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরই মঙ্গলবার ভোরে যৌথ অপারেশনে ওই এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশ। ঘাপটি মেরে থাকা দুই জঙ্গি গুলি চালাতে শুরু করলে লড়াই শুরু হয়। তবে দু’জনকেই খতম করেছে সেনা। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রের পাশাপাশি পাওয়া গেছে মাত্র দিনপনেরো আগে ইস্যু হওয়া কয়েকটি ২,০০০ টাকার নোট। ভেতরে আর কেউ লুকিয়ে আছে কিনা দেখতে চিরুনি তল্লাশি চলছে।
এদিন আন্তর্জাতিক সীমান্তে জম্মুর আর এস পুরা এলাকায় বিএসএফের গুলিতে খতম হয়েছে ১ পাক অনুপ্রবেশকারী।
নোট বাতিলের জেরে কাশ্মীরে পাথর ছোঁড়া থামলেও সীমান্তবর্তী এলাকাগুলি এখনও অশান্ত। সোমবার পাক সেনা পুঞ্চ ও রাজৌরি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আহত হয়েছেন ১ নাগরিক। পাক গুলিবর্ষণে আহত বিএসএফের ১ হেড কনস্টেবল শহিদ হয়েছেন, আহত হয়েছেন ৫জন।
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও পর্যন্ত ২৯০বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। এতে এখনও পর্যন্ত ২৬জন ভারতীয় নাগরিক শহিদ হয়েছেন, এঁদের মধ্যে ১৪জন নিরাপত্তাকর্মী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement