এক্সপ্লোর
কাঁঠালকে সরকারি ফল ঘোষণা কেরলের

তিরুঅনন্তপুরম: রাজ্যের সরকারি ফল হিসেবে কাঁঠালের নাম ঘোষণা করল কেরল। সরকারি পশু, পাখি, ফুল ও মাছের পর এবার সরকারি ফল বাছা হল। এদিন বিধানসভায় এই ঘোষণা করেন কেরলের কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমার। প্রসঙ্গত, কাঁঠালের নাম প্রস্তাব করেছিল রাজ্যের কৃষি দফতরই। এদিন সেই প্রস্তাবে অনুমোদন দেয় কেরল প্রশাসন। সুনীল কুমার জানান, লক্ষ্য হল কেরলের কাঁঠালকে দেশব্যাপী ও ভিনদেশির বাজারে প্রসার করা। পাশাপাশি, ফলের গুণাগুণ সম্পর্কে সকলকে অবগত করা। এর আগে, হাতিকে সরকারি পশু, ধনেশকে সরকারি পাখি, কনিকোন্নাকে সরকারি ফুল এবং কারিমীনকে সরকারি মাছ হিসেবে ঘোষণা করেছে কেরল। এবার সরকারি ফল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















