এক্সপ্লোর
উত্তরপ্রদেশের সাফল্যে রাজস্থান বিধানসভায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি বিজেপি বিধায়কদের

ছবি সৌজন্যে রাজস্থান সরকার
জয়পুর: অধিবেশন চলাকালীন ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর হয়ে উঠল রাজস্থান বিধানসভা। আজ প্রশ্নোত্তর পর্বে পরিষদীয় মন্ত্রী রাজেন্দ্র রাঠৌর বলেন, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিশাল জয় পাওয়ার জন্য বিজেপি-কে অভিনন্দন জানানো উচিত বিরোধীদের। বিরোধীরা হইচই শুরু করে দেয়। এরপরেই বিজেপি বিধায়করা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। কয়েক মিনিট ধরে তাঁরা এই ধ্বনি তোলেন। এদিন প্রশ্নোত্তর পর্বে প্রথমে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রী অনিতা ভাদেলকে অভিনন্দন জানান স্পিকার কৈলাস মেঘওয়াল। এরপরেই বিজেপি বিধায়করা ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করে ওঠেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















